হোম /খবর /উত্তর ২৪ পরগণা /
স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে কী পরিণতি তরুণীর, শুনলে শিউরে উঠতে হয়

North 24 Parganas News: স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে কী পরিণতি তরুণীর, শুনলে শিউরে উঠতে হয়

হাড়োয়ার ঘটনায় চাঞ্চল্য

হাড়োয়ার ঘটনায় চাঞ্চল্য

স্বামী থাকতেও ফোনে পরিচয় হয় প্রেমিক সুমন্ত মণ্ডলের সঙ্গে। ভালবাসার ঘর বাঁধতে ভিন্ রাজ্য পাড়ি দেন কেয়া মণ্ডল।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

বসিরহাটঃ ভ্রুণ হত্যার প্রতিবাদ করায় প্রেমিকের হাতে খুন হতে হল অন্তঃসত্ত্বা প্রেমিকাকে। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাড়োয়া থানার বগজুড়ি পঞ্চায়েতের খাড়ুবালা গ্রামের ঘটনা। স্বামী থাকতেও ফোনে পরিচয় হয় প্রেমিক সুমন্ত মণ্ডলের সঙ্গে।

ভালবাসার ঘর বাঁধতে ভিন রাজ্য পাড়ি দেন গত বছর ২০২২ সালে অক্টোবর মাসে বছর ১৯ এর কেয়া মণ্ডল। সেখানে নতুনভাবে সংসার পাতার তিন মাসের মধ্যে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে তারপর কেয়া হাড়োয়ায় নিজের বাপের বাড়ি খারুবালা গ্রামে ফিরে আসেন। কিন্তু তাঁর গর্ভের সন্তানকে প্রেমিক তথা স্বামী অস্বীকার করে। এই নিয়ে বচসা গন্ডগোল মারধর হয়।

আরও পড়ুনঃ দুয়ারে সরকার নিয়ে বিরাট টার্গেট, পঞ্চায়েত ভোটের আগে গাইডলাইন প্রকাশ নবান্নের

আরও পড়ুনঃ এলাহি দোতলা বাড়ি, ভাড়া মাত্র ২০ টাকা! ভূ-ভারতে এমন পাবেন না, বাংলায় কোথায় আছে?

সোমবার ভোররাতে কেয়ার মৃতদেহ উদ্ধার হয় তার নিজের ঘর থেকে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ক্ষোভে ফেটে পড়ে মৃতের দিদি সরস্বতী মণ্ডল বলেন, গর্ভের শিশুকে মেরে ফেলার জন্য কয়েকবার সুমন্ত মানসিক ও শারীরিক চাপ নির্যাতন চালিয়েছিল।

তাঁকে পরিকল্পনা করে মারধর করে আত্মহত্যার প্ররোচনা দেওয়া হয়েছে। তবে কী কারণে এই ঘটনা! সবটাই তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নতদন্তের জন্য বসিরহাট স্বাস্থ্য জেলার পুলিশ মর্গে পাঠানো হয়েছে। মৃত বধুর পরিবারের লোকজন অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

জুলফিকার মোল্যা

Published by:Uddalak B
First published:

Tags: Local news