হোম /খবর /উত্তর ২৪ পরগণা /
বাইক ও চারচাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষ, সীমান্ত রোডে প্রাণ হারাল নাবালক যুবক

North 24 Parganas News: বাইক ও চারচাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষ, সীমান্ত রোডে প্রাণ হারাল নাবালক যুবক

সীমান্ত রোডে বাইক ও চারচাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু নাবালক বাইক চালকের

সীমান্ত রোডে বাইক ও চারচাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু নাবালক বাইক চালকের

North 24 Parganas News: বছর ১৭ নাবালক স্বরূপনগরের নির্মাণ এলাকায় আসতেই উল্টো দিক থেকে একটি চারচাকা প্রাইভেট গাড়ির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে শাঁড়াপুল গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।

আরও পড়ুন...
  • Share this:

বসিরহাটঃ সীমান্ত রোডে বাইক ও চারচাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হব নাবালক বাইক চালকের। প্রশাসনের একাধিকবার সচেতনতার পরেও হুঁশ ফিরছে না বাইক চালকদের। বাইক চালানোর সময় হেলমেট না পরার জেরেই ঘটল মৃত্যু। দুর্ঘটনায় মৃত্যু হল বাইক আরোহীর। বসিরহাটের স্বরূপনগর থানার স্বরূপনগর-হাকিমপুর রোডের নির্মাণে ঘটনাটি ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্বরূপনগরের চারঘাট গ্রাম পঞ্চায়েতের বারঘরিয়া গ্রামের বাসিন্দা সোহেল রানা মন্ডল (১৭) রবিবার দুপুর ১২.৩০ নাগাদ বাইকে করে বাড়ি থেকে আত্মীয়র বাড়ি বিথারীর উদ্দেশ্যে রওনা দিয়েছিল। বাইক চালালেও তার মাথায় ছিল না হেলমেট। সেই সময় নির্মাণ এলাকা আসতেই উল্টো দিক থেকে একটি চারচাকা প্রাইভেট গাড়ির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে শাঁড়াপুল গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন-বিধাননগর গোল্ডকাপে চমক দিতে চলেছেন সুজিত বসু

আরও পড়ুন-বৈশাখেই খুঁটি পুজো, কিসের এত তড়িঘড়ি? আসল কারণ জানলে চমকে যাবেন

মৃতের বয়স ১৭, এখন প্রশ্ন উঠছে নাবালক হওয়া সত্ত্বেও কীভাবে সে বিনা লাইসেন্সে গাড়ি চালাচ্ছিল? পাশাপাশি মাথায় ছিল না হেলমেট। যার জেরেই এই দুর্ঘটনা, এবং তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক অনুমান করা হচ্ছে। দুর্ঘটনার পরে চারচাকা প্রাইভেট গাড়ির চালক পালিয়ে যায়।গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে স্বরূপনগর থানার পুলিশ। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয়েছে। চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে স্বরূপনগর থানার পুলিশ।

জুলফিকার মোল্যা

Published by:Riya Das
First published:

Tags: Basirhat, North 24 Parganas, Road Accident