খড়দহ: খড়দহ স্টেশনে ৩ নম্বর প্লাটফর্মের রেললাইনে প্ল্যাটফর্মে আসা আপ ১৩১৩৫জয়নগর উইকলি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মৃত্যু হল ২ জনের । ঘটনাকে কেন্দ্র করে খড়দহ স্টেশন চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে । মৃতদেহ উদ্ধার করে নিয়ে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে রেল পুলিশ । রেল পুলিশ সূত্রে খবর, রহড়ার বাসিন্দা রিতা চক্রবর্তী (৫০) পরিচারিকার কাজ করতেন , তিনি খড়দহ স্টেশনের ৪ নম্বর প্লাটফর্ম থেকে ১ নম্বর প্লাটফর্মের দিকে রেল লাইন পার হচ্ছিলেন । সেই সময় ৩ নম্বর রেললাইনে ট্রেন আসতে দেখা যায় ।
সেই দেখে স্টেশনে থাকা যাত্রীরা চিৎকার করে সতর্ক করতে যান ওই মহিলাকে, কিন্তু ওই মহিলা কোনও রকম ভাবে কোন কিছু শুনতে পাননি । মহিলা কিছু শুনতে পাচ্ছেন না দেখেই প্লাটফর্মে থাকা বেলঘরিয়ার বাসিন্দা মোহম্মদ রিজওয়ান (২৮) যিনি পেশায় একজন বিউটি পার্লার কর্মী, ওই মহিলাকে রেললাইন থেকে সরাতে যান । কিন্তু ততক্ষণে প্লাটফর্মে ট্রেন এসে যায় এবং দুইজনেই ট্রেনের ধাক্কায় ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের । ঘটনায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে প্ল্যাটফর্ম চত্বরে । এরপর রেল পুলিশে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ গুলি উদ্ধার করে রেললাইন থেকে সরিয়ে নিয়ে যায় ।
এই বিষয়ে খড়দহের বাসিন্দা জয় সাহা বলেন, খড়দহে প্রতিবার রাজনৈতিক নেতারা ভোটে দাঁড়ানোর আগে কথা দেন যে খড়দহ স্টেশনে রেলওয়ে ওভারব্রিজ তৈরি করা হবে । কিন্তু ভোটে জেতার পরে সেই সব বিষয়ে তারা ভুলে যান । সমস্ত সেশনে রেলওয়ে ওভারব্রিজ বা সাবওয়ে থাকলেও একমাত্র খড়দহ স্টেশনেই কোনরকম কোন ওভারব্রিজ বা সাবওয়ে নেই । প্রতিদিন লক্ষাধিক মানুষকে প্রাণ হাতে নিয়ে রেললাইন পারাপার করতে হয় । আর কতদিন এইভাবে রেললাইন পারাপার করতে গিয়ে মানুষজনকে প্রাণ হারাতে হবে, এই বিষয়ে প্রশ্ন তোলেন তিনি ।
অরুণ ঘোষ
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।