বসিরহাট: সীমান্তে চারচাকা গাড়ি সিটের ভেতর থেকে প্রচুর রুপোর গহনা উদ্ধার গাড়ি-সহ গ্রেফতার পাচারকারী। সীমান্তে বড়সড় সাফল্য সীমান্তরক্ষী বাহিনীর। বাংলাদেশে পাচারের আগে ২৩ কেজি গহনা উদ্ধার যার বাজার মূল্য প্রায় ১৩ লক্ষ ৬৪ হাজার ৫৬৩ টাকা, বাজেয়াপ্ত চারচাকা গাড়ি-সহ গ্রেফতার এক।
উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরুপনগর থানা বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের হাকিমপুর চেকপোস্টের ঘটনা। এদিন অনিমেষ দাস নামে এক পাচারকারী বাড়ি হাকিমপুর দাসপাড়া চারচাকা গাড়ি করে বাংলাদেশ সীমান্তের দিকে যাচ্ছিল। সেই সময় হাকিমপুর চেকপোষ্টে ১১২ নম্বর ব্যাটেলিয়ানের সীমান্তরক্ষী বাহিনী জওয়ানরা তল্লাশি চালালে। সীমান্তরক্ষী বাহীনীর জোয়ানদের চক্ষু চড়ক গাছ! দেখা যায় গাড়ির সিটের মধ্য থেকে প্রায় ২৩ কেজির রুপোর গহনা, যার বাজার মূল্য প্রায় ১৩ লক্ষ ৬৪ হাজার ৫৬৩ টাকা।
গাড়িটিকে বাজেয়াপ্ত করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে অনিমেষ দাসকে। উদ্ধার হওয়া রুপোর গহনাগুলো পাচারকারীকে তেতুলিয়া শুল্ক দফতরে হাতে তুলে দেওয়া হয়েছে। ধৃত পাচারকারীকে আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। তদন্ত শুরু করেছে বিএসএফ। তবে এই ঘটনার সঙ্গে আন্তর্জাতিক পাচার চক্রের যোগ আছে কিনা সেটাও খতিয়ে দেখছে সীমান্ত রক্ষী বাহিনী জওয়ানরা।
জুলফিকার মোল্যা
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Crime