উত্তর ২৪ পরগনা: বর্তমান সময়ে দাঁড়িয়ে লিটিল ম্যাগাজিনের ভূমিকা ঠিক কী? আবদৌ আজ লিটিল ম্যাগাজিনের আর কোনও প্রাসঙ্গিকতা আছে? নতুন প্রজন্মের সাহিত্যিকদের মধ্যে কোথায় গলদ? এমনই একগুচ্ছ প্রশ্ন নিয়ে আত্মসমীক্ষার আসর বসল বারাসাতের তিতুমীর সভাকক্ষে।
আরও পড়ুন: মেদিনীপুরে জমজমাট নিউজ ১৮ কার্নিভাল, ঘুরে আসুন আপনিও
বর্তমান সময়ে মানুষ যেখানে এমনিই বই পড়া কমিয়ে দিচ্ছে, সেখানে লিটল ম্যাগাজিনের প্রাসঙ্গিকতা ধরে রাখা বেশ কঠিন। কিন্তু বাংলা সাহিত্যে এই লিটিল ম্যাগাজিনের অবদান কম নয়। বেশিরভাগ বিখ্যাত সাহিত্যিকের পথ চলা বা হাত পাকানো এই লিটিল ম্যাগাজিনের হাত ধরেই শুরু হয়েছে। ফলে সময়ের সঙ্গে মানিয়ে নিয়েও এই লিটেল ম্যাগাজিনের অস্তিত্ব বজায় রাখাটা অত্যন্ত জরুরি। কিন্তু কোন পথে এগোলে সে তার অস্তিত্ব বজায় রাখতে পারবে তা নিয়েই আয়োজিত হয় এই আলোচনা সভা।
এই আলোচনা সভায় লিটিল ম্যাগাজিনের সম্পাদকদের পাশাপাশি অংশগ্রহণ করেন জেলার বহু কবি-সাহিত্যিক। প্রয়াত কথাকার চন্দন ঘোষের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আয়োজিত হয় এই আলোচনা সভা। এই অনুষ্ঠানে দীর্ঘ ৫০ বছরের সাহিত্য সাধনার স্বীকৃতি স্বরূপ কবি স্বপন চক্রবর্তী ও কবি এবং গবেষক অশোক চট্টোপাধ্যায়ের হাতে বিশেষ সম্মান স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন অশোক মুখোপাধ্যায়, দীপাঞ্জনা শর্মা, সৌমেন্দু রায়, কনিষ্ক চৌধুরী সহ বিশিষ্ট সাহিত্যিক ও কবি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেনবিশিষ্ট সাংবাদিক ও কবি নীলাদ্রি ভৌমিক।
রুদ্রনারায়ণ রায়
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।