উত্তর ২৪ পরগনা: বারাসাত থেকে বনগাঁর মধ্যে সর্বপ্রথম ম্যাক্সিলোফেসিয়াল অপারেশন। দৃষ্টান্ত স্থাপন করল অশোকনগর কল্যাণগড় পৌরসভা পরিচালিত প্রজ্ঞানানন্দ সরস্বতী সেবাসদন। বিরল এই অস্ত্রোপচার করে সাফল্য মিলতে খুশি সকলেই। জেলার মানুষদের চিকিৎসা ক্ষেত্রে নতুন এক দিশা দেখাল পৌরসভা পরিচালিত এই হাসপাতাল।জানা গিয়েছে, দুর্ঘটনার সম্মুখীন হয়ে ৩০ বছরের সুজিত ভক্ত সংকটজনক অবস্থায় বিভিন্ন হাসপাতালে যান চিকিৎসার জন্য। তবে তাঁর মুখের চোয়ালের অবস্থা এতটাই খারাপ ছিল যে, কোনও হাসপাতালই সেভাবে ঝুঁকি নিতে চায়নি। অশোকনগর কল্যানগড় পৌরসভার ২১ ওয়ার্ডের বাসিন্দা সুদীপ। বেশ কয়েকটি জায়গা ঘুরে অবশেষে মাতৃসদন হাসপাতালের দায়িত্বে থাকা চিকিৎসক শুভাশিস দাসের দ্বারস্থ হয় ওই রোগীর পরিবার।
আরও পড়ুন: বাংলার লাখ-লাখ পড়ুয়াদের জন্য বিরাট খবর, ভাতা মিলবে ৮০০ টাকা করে! হয়ে গেল সিদ্ধান্ত
আরও পড়ুন: ট্রেনে তো চড়েন, কিন্তু ট্রেনের একটি চাকার ওজন কত জানেন? জানলে আকাশ থেকে পড়বেনএর পর চিকিৎসকের উদ্যোগে অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী, পুরসভার পৌর প্রধান প্রবোধ সরকার-সহ সিআইসি সমীর দত্তের সঙ্গে প্রাথমিক আলোচনা করা হয়। অবশেষে রোগীকে প্রজ্ঞানানন্দ সরস্বতী সেবাসদনের অপারেশন থিয়েটারেই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। কলকাতার বিশিষ্ট চিকিৎসক ঋতুবন সাহা ভৌমিকের সঙ্গে যোগাযোগ করে এই জটিল অস্ত্রোপচারের জন্য রাজি করানো হয়। এর পরই প্রায় দু'ঘণ্টার চেষ্টায় চিকিৎসকদের একটি বিশেষ দল ম্যাক্সিলোফেসিয়াল করেন সফল ভাবে।
জানা গিয়েছে, জটিল এই অস্ত্রোপচার করতে যেখানে লক্ষাধিক টাকা প্রয়োজন হয়, সেখানে মাত্র ৩৩ হাজার টাকায় তা করে দেখিয়েছেন প্রজ্ঞানানন্দ সরস্বতী সেবাসদনের চিকিৎসকরা। এখন পুরোপুরি সুস্থ ওই রোগী ফিরেছেন স্বাভাবিক ছন্দে। জটিল এই অস্ত্রোপচারে সাফল্য মেলায় আগামী দিনে আরও উন্নত মানের চিকিৎসা পরিষেবা পাওয়ার আশা রাখছেন অশোকনগর বাসীরা।রুদ্র নারায়ণ রায়নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Ashoknagar, North 24 Parganas