হোম /খবর /উত্তর ২৪ পরগণা /
কেজি কেজি সোনার বিস্কুট! কোথায় যাচ্ছিলেন যুবক! আড়াল সরতেই বিএসএফের চক্ষু চড়কগাছ

North 24 Parganas News|| কেজি কেজি সোনার বিস্কুট! কোথায় যাচ্ছিলেন যুবক! আড়াল সরতেই বিএসএফের চক্ষু চড়কগাছ

81 gold biscuits recovered from Bongaon border: ৮১টি সোনার বিস্কুট-সহ ওই চোরা কারবারিকে গ্রেফতার করা হয়। মোট ৯,৭৯২ কেজি সোনা বাজেয়াপ্ত করা হয় যার বাজার মূল্য প্রায় পাঁচ কোটি টাকার উপরে।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

#বাগদা: প্রায় পাঁচ কোটি টাকার মূল্যের ৮১টি সোনার বিস্কুট-সহ আবারও সীমান্তে এক পাচারকারীকে গ্রেফতার করল বিএসএফের জওয়ানরা। গত চারদিনে এই নিয়ে তৃতীয়বার, পাচার করা সোনা বাজেয়াপ্ত করা হয় বলে শুল্ক দফতর সূত্রে খবর।

সীমান্ত এলাকায় দিন দিন বাড়ছে পাচারের ঘটনা। ফলে অতিরিক্ত সতর্ক থাকতে হচ্ছে সীমান্তে পাহারারত জাওয়ানদের। কিন্তু সেই নিরাপত্তা বেষ্টনী ভেঙেই সোনা পাচার অব্যাহত, তা আরও একবার প্রমাণিত হল এ দিনের ঘটনায়। সীমান্ত এলাকার বেশিরভাগ মানুষই কৃষিকাজের সঙ্গে যুক্ত। কৃষি কাজের পাশাপাশি চোরাচালান ও পাচারে বাড়তি উপার্জনের আশায় জীবনের ঝুঁকি নিয়ে স্থানীয় কিছু মানুষ অসৎ পথে পা বাড়াচ্ছেন বলে আশঙ্কা।

আরও পড়ুনঃ পালকি চড়ে স্নানে যায় কলাবউ, প্রাচীন রীতিতেই পুজো চলছে মালদহের সেন বাড়িতে

তবে বেশ কয়েক বছর ধরে পাচারের ঘটনা তেমনভাবে সামনে না আসলেও, চলতি বছরে আবারও পাচারের কারবার রমরিমিয়ে শুরু হয়েছে বলে মনে করছেন শুল্ক দফতরের আধিকারিকেরা। বিভিন্ন সময়ে রাজ্যের নানা সীমান্ত এলাকা থেকে উদ্ধার হয়েছে সোনা। এ দিন, জেলার বাগদার সীমান্তবর্তী এলাকায় বিএসএফের টহলদারির সময় জাওয়ানদের নজরে আসেন এক যুবক। রাংঘাটের সীমান্ত চৌকির জওয়ানরা এরপর তৎপরতার সঙ্গে, সন্দেহ হওয়া ওই যুবককে আটক করতেই তার কাছ থেকে উদ্ধার হয় সোনার বিস্কুট। ৮১টি সোনার বিস্কুট-সহ ওই চোরা কারবারিকে গ্রেফতার করা হয় অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে সোনা নিয়ে আসার জন্য। মোট ৯,৭৯২ কেজি সোনা বাজেয়াপ্ত করা হয় যার বাজার মূল্য প্রায় পাঁচ কোটি টাকার উপরে বলে শুল্ক দফতর সূত্রে জানা যাচ্ছে।

আরও পড়ুনঃ প্রতিপদেই জ্বলে ওঠে রাজ রাজেশ্বরীর হোমকুণ্ড, বনেদিয়ানায় ঠাসা কৃষ্ণনগর রাজবাড়ির দুর্গাপুজোর ইতিহাস

গ্রেফতার হওয়া ব্যক্তির নাম নাজিম মণ্ডল, বয়স ৩১ বছর। কুলিয়া গ্রামের বাসিন্দা। জিজ্ঞাসাবাদে জানা যায়, আন্তর্জাতিক সীমান্তের কাছে কৃষিকাজ করতে গিয়েছিল সে। এক বাংলাদেশি তাকে সোনার বিস্কুট দেয়। তা নিয়ে গ্রামের দিকে আসছিল ওই ব্যক্তি। তখন বিএসএফ জওয়ানরা তাকে ধরে ফেলে। কোথায়, কার হাতে এই সোনা তুলে দেওয়া হতো সে বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে ইতিমধ্যেই।

চার দিনে এই নিয়ে তৃতীয় বার সোনা পাচার করতে গিয়ে পাচারকারী ধরা পড়ল সীমান্তের জাওয়ানদের হাতে। এর আগে, ৭ ও ৯ সেপ্টেম্বর মোট ২.৪০ কোটি টাকার ৪০টি বিস্কুট বাজেয়াপ্ত করেছিল শুল্ক দফতরের। সীমান্ত রক্ষী বাহিনীর দায়িত্বপ্রাপ্ত যোগেন্দ্র অগ্রবাল জানান, দিন দিন চোরাকারবারীরা ভারত-বাংলাদেশ সীমান্তে নতুন উপায়ে পাচারের চেষ্টা করছে। কিন্তু আমাদের জওয়ানদের সতর্কতার কারণে তাদের পরিকল্পনা ভেস্তে যাচ্ছে। কিন্তু বারংবার সীমান্তে এভাবে সোনা উদ্ধার হওয়ায়, প্রশ্ন উঠছে আবারও কি জাল বিস্তার করতে শুরু করেছে আন্তরাজ্য সোনা পাচার চক্র?

রুদ্র নারায়ণ রায়

Published by:Shubhagata Dey
First published:

Tags: Bongaon