#পটনা: নীতীশ কুমারের এনডিএ-তে যোগ দেওয়া নিয়ে জেডিইউ-তে আড়াআড়ি ফাটল। নীতীশ কুমার না শরদ যাদব? কে আগ মার্কা জেডিইউ? আজ তারই পরীক্ষা পটনায়। দুই নেতাই আলাদা আলাদা ভাবে দলকে নিয়ে বৈঠকে বসেছেন।
আরজেডি ও কংগ্রেসের মহাজোট ছেড়ে এনডিএ-তে যোগ দিতে চলেছেন নীতীশ কুমার। তাতে কি দল সিলমোহর দিচ্ছে? তা জানতেই দলীয় নেতাদের নিয়ে বৈঠকে বিহারের মুখ্যমন্ত্রী। এ ব্যাপারে দল তাঁকে সম্মতি দিয়েছেও বলে সূত্রের খবর।
অন্যদিকে, এই একই বিষয়ে ঘনিষ্ঠদের নিয়ে বৈঠকে জেডিইউ নেতা শরদ যাদবও। এনডিএ নয়, আরজেডি ও কংগ্রেসের সঙ্গে জোট রেখেই লড়াই চালাবেন তাঁরা, এই কর্মসূচিকে সামনে রেখে এগোতে চান শরদ যাদব ও তাংর অনুগামীরা।
নীতীশের বাড়ির সামনেও বিক্ষোভও চলে আরজেডি ও জেডিইউ সমর্থকদের একাংশের। সুযোগ বুঝে নীতীশকে একহাত নিয়েছেন লালুপ্রসাদ। এক হাজার কোটি টাকার সৃজন কেলেঙ্কারি নিয়ে আক্রমণ শানিয়েছেন উপমুখ্যমন্ত্রী সুশীল মোদিকেও।