Football World Cup 2018

রাষ্ট্রপতি পুরস্কারে সম্মানিত নীতা অম্বানি

Elina Datta | News18 Bangla
Updated:Aug 29, 2017 08:12 PM IST
রাষ্ট্রপতি পুরস্কারে সম্মানিত নীতা অম্বানি
Elina Datta | News18 Bangla
Updated:Aug 29, 2017 08:12 PM IST

 #নয়াদিল্লি: রাষ্ট্রীয় খেল প্রোৎসাহন পুরস্কার পেল রিলায়েন্স ফাউন্ডেশন। সংস্থার চেয়ারপার্সন হিসেবে রাষ্ট্রপতি পুরস্কারে সম্মানিত হলেন নীতা অম্বানি।

মঙ্গলবার বিকেল চারটেয় রাষ্ট্রপতি ভবনে নীতা অম্বানির হাতে পুরস্কার তুলে দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। যুব সম্প্রদায়ের মধ্যে খেলাধুলোর বিশেষ প্রসারের জন্য এই বিশেষ রাষ্ট্রীয় সম্মানে ভূষিত হলেন মুকেশ আম্বানির ঘরণী ৷

এই পুরস্কারের সঙ্গে সঙ্গেই নীতা আম্বানির প্রাপ্তির তালিকায় জুড়ল আরও একটি পালক ৷ জনপ্রিয় ইন্ডিয়ান সুপার লীগ তাঁরই মস্তিস্কপ্রসূত ৷ যুব সমাজের মধ্যে থেকে প্রতিভা খুঁজে আনার জন্য ও তাদের উৎসাহ দেওয়ার জন্য তিনি গড়ে তুলেছেন রিলায়েন্স ফাউন্ডেশন ইয়ুথ স্পোর্টস ৷ স্কুল ও কলেজ থেকে নতুন প্রতিভাদের সঠিক প্ল্যাটফর্মে পৌঁছে দেওয়ার কাজ সফলভাবে করে চলেছে এই সংস্থা ৷

First published: 05:41:04 PM Aug 29, 2017
পুরো খবর পড়ুন
अगली ख़बर