#চেন্নাই: বহু টানাপোড়নের পর অবশেষে ‘আম্মা’ জয়ললিতার তকতে বসে শুরু পালানিস্বামীর তামিল শাসন ৷ আস্থাভোটে জেতার পর প্রথমেই তামিলবাসীকে আম্মার দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে কঠোর সিদ্ধান্ত নিলেন নয়া মুখ্যমন্ত্রী পালানিস্বামী ৷ সোমবার রাজ্যের প্রায় পাঁচশোর বেশি মদের দোকান বন্ধ করার নির্দেশ জারি করেছেন তিনি ৷
২০১৬-এ বিধানসভা ভোটের আগে প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতা প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্ষমতায় ফিরে এলে ৫০০ মদের দোকান বন্ধ করে দেবেন তিনি ৷ পর্যায়ক্রমে রাজ্যে মদ নিষিদ্ধ করারও ইচ্ছা প্রকাশ করেছিলেন আম্মা ৷ এর আগে জয়ললিতা ক্ষমতায় এসেই স্বয়ং ৫০০ টি মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছিলেন ৷ আম্মার পদক্ষেপ অনুসরণ করে সেই একই কাজ করলেন চিনাম্মা মনোনীত পালানিস্বামী ৷
শুধু মদের দোকান বন্ধই নয়, আম্মার দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী বেকার ও মাতৃত্বকালীন ভাতা বাতা বাড়ানোর কথা ঘোষণা করেছেন পালানিস্বামী ৷ নয়া মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, মাতৃত্বকালীন ভাতা ১৬ হাজার থেকে বাড়িয়ে ১৮ হাজার এবং দশম শ্রেণী উত্তীর্ণ বেকার যুবকদের মাসিক ভাতা ১৫০ টাকা থেকে বেড়ে দাঁড়াল ৩০০ টাকা, দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ বেকারদের ভাতা ২০০ টাকা থেকে বেড়ে ৪০০ টাকা এবং স্নাতকোত্তর বেকারদের মাসিক ভাতা ৩০০ টাকার বদলে বেড়ে দাঁড়াল ৬০০টাকা ৷
জয়ললিতার প্রস্তাবিত টু হুইলার স্কিম আম্মার নামেই ঘোষণা করে পালানিস্বামী বলেন, মহিলারা এই প্রকল্পের অধীনে স্কুটার কিনলে মোট দামের ৫০ শতাংশ ভর্তুকি দেবে সরকার ৷ এর জন্য মোট ২০০ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য ৷
এছাড়াও মৎসজীবীদের জন্যেও একটি কল্যাণমূলক বিল সাক্ষর করেন মুখ্যমন্ত্রী পালানিস্বামী ৷ মৎসজীবীদের আবাসন তৈরি করে দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন আম্মা জয়ললিতা, তার জন্য ৮৫ কোটি টাকা বরাদ্দ করেছে সরকার ৷