১১ আলোকবর্ষ দূরে দাঁড়িয়ে আরেক পৃথিবী, পোশাকি নাম এক্সোপ্ল্যানেট। নাম রস ১২৮বি। বিজ্ঞানীদের মতে, এই পৃথিবীর যা আবহাওয়া, তাতে প্রাণের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। গ্রহটির তাপমাত্রা হিমাঙ্কের ৬০ ডিগ্রি সিলসিয়াস নীচে থেকে ২০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ঘোরাফেরা করে। এর ফলে সেখানে জল থাকার প্রবল সম্ভাবনা রয়েছে।
‘লাল বামনের’ মতো আরেকটি গ্রহের চারপাশে ঘুরছে এই গ্রহটি। তবে রস ১২৮বি-তে আলট্রাভায়োলেট রে প্রবল। এবছরেই এই আবিষ্কার চালিয়েছেন ইউরোপের বিজ্ঞানীরা। ২০২৪ এর মধ্যে উন্নতমানের টেলিস্কোপ তৈরি করছে চিলি। তার সাহায্যে আগামী দশ বছরে রস ১২৮বি নিয়ে পাওয়া যেতে পারে আরও গুরুত্বপূর্ণ তথ্য।