#নয়াদিল্লি: সমস্ত বাধা কাটিয়ে আদালতের নির্দেশ মেনেই শুক্রবার সকালেই প্রকাশিত হল NEET অর্থাৎ অভিন্ন মেডিক্যাল প্রবেশিকার ফল ৷ গত ১২ জুন সুপ্রিম কোর্ট ২৬ জুনের মধ্যে CBSE-কে প্রবেশিকার রেজাল্ট ঘোষণা করার নির্দেশ দেয় ৷
প্রথমে ২২ জুন অর্থাৎ বৃহস্পতিবার ফল প্রকাশিত হওয়ার জল্পনা থাকলেও, শুক্রবার সকাল ১১টা নাগাদ ফলপ্রকাশ করে CBSE ৷ রেজাল্ট দেখা যাবে সিবিএসই-এর সরকারি ওয়েবসাইটে- www.cbseneet.nic.in ৷
অভিন্ন মেডিক্যাল জয়েন্টে প্রথম ১০০-তে জায়গা করে নিয়েছেন কলকাতার বেশ কিছু পড়ুয়া ৷
সাউথ পয়েন্ট স্কুলের তমোঘ্ন ঘোষের Rank ৩৪
বিড়লা বয়েজ স্কুলের পড়ুয়া শিবম সিংয়ের Rank ৫০
সুশীলা বিড়লা গার্লসের ছাত্রী অন্বেষা চক্রবর্তীর Rank ৪২
নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের অরণ্য দত্তের Rank ৮২
MBBS এবং BDS কোর্সের জন্য এবছর গোটা দেশ জুড়ে প্রায় ১১ লাখ ৩৮ হাজার ছাত্র-ছাত্রী NEET অর্থাৎ ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রাস টেস্টে অংশগ্রহণ করেন ৷ পরীক্ষার পর অভিযোগ ওঠে অভিন্ন মেডিক্যাল জয়েন্টে ভিন্ন ভাষায় ভিন্ন প্রশ্নপত্র দেওয়া হয়েছে ৷ ইংরাজি ও হিন্দি ভাষা বাদে বাকি আঞ্চলিক ভাষাগুলির প্রশ্নে বৈষম্যের অভিযোগে একটি পিটিশন দায়ের হয় ৷ তারই শুনানির চলাকালীন অভিন্ন মেডিক্যাল জয়েন্ট প্রবেশিকার ফলপ্রকাশে স্থগিতাদেশ দেয় মাদ্রাজ হাইকোর্ট ৷
পরে ১২ জুন ওই স্থগিতাদেশ খারিজ করে দু’সপ্তাহের মধ্যে NEET-এর ফলপ্রকাশের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট ৷