Football World Cup 2018

ছেলে সাজল কৃষ্ণ, সোশ্যাল নেটওয়ার্কে ছবি পোস্ট করে বিতর্কে জড়ালেন নওয়াজ !

Akash Misra | News18 Bangla
Updated:Aug 13, 2017 04:42 PM IST
ছেলে সাজল কৃষ্ণ, সোশ্যাল নেটওয়ার্কে ছবি পোস্ট করে বিতর্কে জড়ালেন নওয়াজ !
Akash Misra | News18 Bangla
Updated:Aug 13, 2017 04:42 PM IST

#মুম্বই: রাখি উৎসবে ইরফান পাঠান, সীতার পঞ্চবটীতে ছবি তুলে মহম্মদ স্বামী ৷ আর এবার বলিউডে অভিনেতা নওয়াজুদ্দিন সিদিক্কি ৷ সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ছবি পোস্ট করায় মৌলবাদীদের রোষের মুখে পড়লেন ৷ সোশ্যাল নেটওয়ার্কে নিজের ছেলের ছবি পোস্ট করায় তুমুল সমালোচনার শিকার হলেন নওয়াজুদ্দিন সিদিক্কি !

nawaz

hhh

ঘটনা হল, জন্মাষ্টমী উপলক্ষ্যে নওয়াজুদ্দিন সিদ্দিকি-র ছোট্ট ছেলে স্কুলে কৃষ্ণের সাজ সেজেছিল ৷ আর ছেলের সেই ছবি পোস্ট করে যেন নস্ট্যালজিয়ায় ভেসে গিয়েছিলেন নওয়াজ ৷ কিন্তু কে জানত সেই ছবি নিয়েই শুরু হতে পারে বিপত্তি ৷ ট্যুইটারে ছবির প্রশংসাও যেমন করলেন কেউ কেউ তেমনি আবার বিতর্ককেও উসকে দিলেন ৷

তবে এই নিয়ে আপাতত কোনও মন্তব্য করতে চাননি নওয়াজ ৷ কৃষ্ণবেশে ছোট্ট ছেলের ছবি পোস্ট করে দিব্য আছেন তিনি ৷

First published: 04:38:26 PM Aug 13, 2017
পুরো খবর পড়ুন
अगली ख़बर