corona virus btn
corona virus btn
Loading

বোরখা পরে শাহিনবাগের গোপন ভিডিও, হাতেনাতে ধরা পড়লেন YouTuber গুঞ্জা কাপুর

বোরখা পরে শাহিনবাগের গোপন ভিডিও, হাতেনাতে ধরা পড়লেন YouTuber গুঞ্জা কাপুর

এরপরই গুঞ্জাকে নিয়ে যাওয়া হয় সরিতা বিহার পুলিশ স্টেশনে৷ এরপরই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় বিতর্ক৷ একদলের প্রশ্ন, কেন গুঞ্জা ছদ্মবেশে শাহিনবাগে গেলেন?

  • Share this:

#নয়াদিল্লি: সিএএ-র বিরুদ্ধে শাহিনবাগে শান্তিপূর্ণ অবস্থান চলছিল বুধবার সকালে৷ রোজই যেমন চলছে৷ কয়েক দিন আগে গুলি চলার পরে এ বার ইউটিউবার গুঞ্জা কাপুর ধরা পড়লেন শাহিনবাগে৷ তিনি বোরখা পরে লুকিয়ে শাহিনবাগের আন্দোলনের ভিডিও করছিলেন৷

‘Right Narrative’ নামে একটি ইউটিউব চ্যানেল চালান গুঞ্জা৷ ট্যুইটারেও তাঁর প্রোফাইল ব্লু টিক পেয়েছে৷ গুঞ্জার ট্যুইটার ফলো করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও৷ পুলিশ জানিয়েছে, বোরখা পরে আন্দোলকারীদের একের পর এক প্রশ্ন করছিলেন গুঞ্জা৷ তখনই সন্দেহ হয় আন্দোলকারীদের৷ এরপরেই পাল্টা জেরা শুরু হয় গুঞ্জাকে৷ কয়েকজন মহিলা খানিক বাদেই চিনে ফেলেন ইউটিউবার গুঞ্জা কাপুরকে৷

এরপরই গুঞ্জাকে নিয়ে যাওয়া হয় সরিতা বিহার পুলিশ স্টেশনে৷ এরপরই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় বিতর্ক৷ একদলের প্রশ্ন, কেন গুঞ্জা ছদ্মবেশে শাহিনবাগে গেলেন? লুকিয়ে শাহিনবাগের আন্দোলনের ভিডিও করার পিছনে কী উদ্দেশ্য, তা নিয়েও উদ্বেগ জানিয়েছেন অনেকে৷

দক্ষিণপন্থী সমাজকর্মীদের শাহিনবাগে গিয়ে উত্‍পাতের ঘটনা নতুন নয়৷ জানুয়ারি মাসে দীপা শর্মা একটি ভিডিও পোস্ট করেন ইন্টারনেটে৷ তিনি জানান, তাঁকে শাহিনবাগের আন্দোলনকারীরা চরম হেনস্থা করছেন৷ এ ছাড়াও নানা ফেক খবর বা ভিডিও-ও শাহিনবাগকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে৷ একটি ভুয়ো ভিডিও-তে দেখানো হয়, শাহিনবাগের মহিলাদের বিক্ষোভে অংশ নেওয়ার জন্য ও বিরিয়ানি খাওয়ার জন্য ৫০০ টাকা করে দেওয়া হচ্ছে৷

Published by: Arindam Gupta
First published: February 5, 2020, 6:59 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर