• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • একটানা ২৪ ঘণ্টা মোদি নাম জপ, প্রধানমন্ত্রীর ৭০ তম জন্মদিনে ভক্তের উপহার

একটানা ২৪ ঘণ্টা মোদি নাম জপ, প্রধানমন্ত্রীর ৭০ তম জন্মদিনে ভক্তের উপহার

নিজেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সবচেয়ে বড় ভক্ত বলে দাবি করেন এই ইউটিউবার ৷ তাই নিজের আরাধ্য মানুষটির জন্মদিন উপলক্ষে একদম আলাদা কিছু করার ইচ্ছে ছিল তার ৷

নিজেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সবচেয়ে বড় ভক্ত বলে দাবি করেন এই ইউটিউবার ৷ তাই নিজের আরাধ্য মানুষটির জন্মদিন উপলক্ষে একদম আলাদা কিছু করার ইচ্ছে ছিল তার ৷

নিজেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সবচেয়ে বড় ভক্ত বলে দাবি করেন এই ইউটিউবার ৷ তাই নিজের আরাধ্য মানুষটির জন্মদিন উপলক্ষে একদম আলাদা কিছু করার ইচ্ছে ছিল তার ৷

 • Share this:

  #নয়াদিল্লি: বৃহস্পতিবার ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৭০ তম জন্মদিন । রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন থেকে বলিউড সেলেব, ক্রীড়াবিদ সহ দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা পেয়েছেন তিনি ৷ সমাজের প্রতিটি অংশ প্রধানমন্ত্রী মোদীকে সুস্থ ও দীর্ঘায়ুর জন্য শুভেচ্ছা জানিয়েছেন অনেকে। তার মাঝেই সামনে এল এক মোদি ভক্তের আজব শুভেচ্ছা বার্তা ৷ প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে টানা ২৪ ঘণ্টা ইউটিউবে মোদি নাম জপ করে গেলেন আনমোল বাকা ৷

  নিজেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সবচেয়ে বড় ভক্ত বলে দাবি করেন এই ইউটিউবার ৷ তাই নিজের আরাধ্য মানুষটির জন্মদিন উপলক্ষে একদম আলাদা কিছু করার ইচ্ছে ছিল তার ৷ ১৭ সেপ্টেম্বর গোটা দিন ইউটিউব লাইভে ‘মোদিজী’, ‘মোদিজী’ বলে জপ করে গিয়েছে এই আনমোল ৷ কখনও দুলে দুলে কখনও বুকে চাপ্পড় মেরে চলছে একটানা মোদি নাম জপ ৷

  ইউটিউবে ওই ভিডিওর সঙ্গে আনমোল লিখেছেন, ‘গত বছর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিষয়ে ইতিবাচক ও নেতিবাচক উভয় কথা শুনেছি। তবে ব্যক্তিগতভাবে তিনি আমাদের দেশের জন্য যা করেছেন, তাতে তার প্রতি আমার অপরিসীম শ্রদ্ধা তৈরি হয়েছে । তাঁর প্রতি আমার সমর্থন কখনও বদলাবে না এবং এটা মোদিজীর প্রতি আমার ভালোবাসা এবং আর কিছু নয়।’

  ইউটিউবার ও ব্লগার আনমোলের 3.50K সাবক্রাইবার রয়েছে ৷ যদিও এই ভিডিওতে তিনি ২৬০০ লাইকের সঙ্গে পেয়েছেন, ২৫০০ ডিসলাইকও ৷ সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে ট্রোলিংও চলেছে প্রচুর ৷ তবে মোদি ভক্তির এমন নমুনা ও উদ্যোগের প্রশংসাও পেয়েছেন প্রচুর ৷

  Published by:Elina Datta
  First published: