#নয়াদিল্লি: আজ, ৬ অগাস্ট লোকসভায় পাশ হয়ে গিয়েছে জম্মু-কাশ্মীর পুনর্গঠন বিল । এর ফলে জম্মু-কাশ্মীর ও লাদাখ-দুটি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল পেতে চলেছে ভারত। বিল পাশের পর একাধিক ট্যুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । অভিবাদন জানিয়েছেন লাদাখ ও কাশ্মীরবাসীকে ।
এতবছর ধরে বিভিন্ন রাজনৈতিক দল ও গোষ্ঠী শুধুমাত্র নিজেদের রাজনৈতিক স্বার্থের জন্য কাশ্মীরকে ব্যবহার করে গিয়েছে কিন্তু তাঁরা কাশ্মীরের মানুষের উন্নয়নের জন্য ভাবেন নি । আজ এই ঐতিহাসিক বিল পাশের পর তাঁদের কবল থেকে মুক্ত কাশ্মীরের মানুষ, বার্তা মোদির।
I salute my sisters and brothers of Jammu, Kashmir and Ladakh for their courage and resilience. For years, vested interest groups who believed in emotional blackmail never cared for people’s empowerment. J&K is now free from their shackles. A new dawn, better tomorrow awaits!
— Narendra Modi (@narendramodi) August 6, 2019
এই বিল পাশের ফলে লাদাখ,জম্মু ও কাশ্মীরের যুবসমাজ মূলস্রোতে ফিরতে পারবেন, তাঁরা পাবেন নতুন সুযোগ ও তাঁদের দক্ষতা ও কর্মক্ষমতার সঠিক প্রয়োগ করতে পারবেন তাঁরা, আঞ্চলিক পরিকাঠামোর উন্নতিও হবে ।
The Bills pertaining to Jammu, Kashmir and Ladakh will ensure integration and empowerment. These steps will bring the youth into the mainstream and give them innumerable opportunities to showcase their skills and talents. Local infrastructure will significantly improve. — Narendra Modi (@narendramodi) August 6, 2019
লোকসভাতেও পাশ হয়ে গিয়েছে জম্মু-কাশ্মীর পুনর্গঠন বিল ৷ সংসদের সিলমোহর। সোমবার রাজ্যসভার পর মঙ্গলবার লোকসভাতেও পাস হয়ে গেল ৩৭০ ধারা বাতিলের প্রস্তাব এবং জম্মু-কাশ্মীর পুনর্গঠন বিল। এই বিলের পক্ষে ভোট দিয়েছেন ৩৬৬ জন সাংসদ। বিপক্ষে মাত্র ৬৬।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Jammu And Kashmir, Jammu-Kashmir Reorganisation Bill, Ladakh, Narendra Modi