উত্তরপ্রদেশ: বিএ পাশ তরুণীর সঙ্গে বিবাহ প্রস্তাব নাকচ হওয়ায় নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করলেন এক যুবক। উত্তরপ্রদেশের মোরাদাবাদ জেলার ঘটনা। আশঙ্কাজনক অবস্থায় তাঁর চিকিৎসা চলছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবক বিষ পান করেন। তড়িঘড়ি তাঁকে জেলা হাসপাতালের জরুরি ওয়ার্ডে ভর্তি করানো হয়।
জানা গিয়েছে, স্নাতক উত্তীর্ণ এক তরুণীকে প্রেম নিবেদন করেছিলেন ওই যুবক। কিন্তু তরুণীর পরিবার বিবাহ প্রস্তাব নাকচ করে দেয়। পরিবারের দাবি, স্কুলের গণ্ডি না পেরনো ওই যুবক একেবারে নিরক্ষর। লেখাপড়া জানা মেয়ের সঙ্গে তাঁর বিয়ের প্রস্তাব নাকচ হয়ে যাওয়ায় অপমানিত বোধ করেন যুবক। তারপরেই তিনি এই পদক্ষেপ করেন।
মোরাদাবাদের কাটঘর গোবিন্দনগর এলাকার বাসিন্দা বছর একুশের ওই যুবক পেশায় মিষ্টান্ন ব্যবসায়ী। বিয়ে বাড়িতে বরাত নিয়ে কাজ করে থাকেন। মোরাদাবাদের কাছে এক গ্রামের এক তরুণীকে তাঁর পছন্দ হয়। পারিবারিক ভাবে বিয়ের কথাও শুরু হয়। জানা গিয়েছে, দিন দুয়েক আগে মেয়েটির বাবা ও পরিবারের অন্য সদস্যরাও ছেলেটির পরিবারকে দেখতে গোবিন্দনগরে আসেন। তখনই জানাজানি হয়ে যায় যে ছেলে স্কুলেও যায়নি কোনও দিন। ফলে ভেঙে যায় সম্পর্ক। তারপরেই চরম সিদ্ধান্ত নেন তিনি।’
সেই যুবকের মা জানান, পাত্রীপক্ষ ছেলেকে দেখতে এসেছিল। সাধ্য মতো আপ্যায়নের ব্যবস্থা করেছিলেন তিনি। সকাল থেকে সব কিছু ঠিকঠাক চলছিল। কিন্তু ছেলের পড়াশোনার কথা উঠতেই বেঁকে বসেন তাঁরা। পাত্রীর বাবা সাফ জানিয়ে দেন, তাঁর মেয়ে বিএ পাশ। অশিক্ষিত ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দেবেন না তিনি। সকলে চলে গেলে বিষণ্ণ হয়ে পড়েন সেই যুবক।
বৃহস্পতিবার সেই যুবক তাঁর দিদিমার বাড়ি চলে যান। সেখানেই কীটনাশক পান করেন। যুবকের মা বলেন, ‘ও আমার একমাত্র ছেলে। ছেলেকে অনেক বুঝিয়েছি, অন্য কোনও মেয়ের সঙ্গে বিয়ে দেব। কিন্তু ও একেবারে ভেঙে পড়েছিল।’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: India, India news