Home /News /national /

রাস্তার কুকুরদের গলায় কলার বাঁধলেন যুবক! কারণ জানলে কুর্নিশ করবেন

রাস্তার কুকুরদের গলায় কলার বাঁধলেন যুবক! কারণ জানলে কুর্নিশ করবেন

ANI Twitter

ANI Twitter

তাঁর দাবি ওই কলার লাগানোর পর থেকে আর একটাও কুকুর দুর্ঘটনায় মারা যায়নি ৷

  • Share this:

    #মেঙ্গালুরু: পৃথিবীতে অনেক রকম মানুষ থাকেন ৷ কেউ কেউ সকলের উপকার করে, সকলে ভালবেসেই খুশি থাকেন ৷ পরোপকারেই খুঁজে পান জীবনের আসল আনন্দ ৷ প্রতিদিন গাড়ির তলায় চাপা পড়ে মরে যায় কত কুকুর ৷ রাস্তার কুকুরদের জন্য আলাদা করে ভাবার তেমন কেউ থাকে না ৷ বাড়ির কুকুরের যত্নআত্তি হয় ১৬ আনা ৷ কিন্তু রাস্তার কুকুরদের দু’বেলা পেট ভরে খাবারটুকুও জোটে না ৷ বাচ্চা কুকুরগুলো মারা পরে অগুণতি ৷ কেউ খোঁজ রাখে না ৷ সেই পথ কুকুরদের বাঁচাটেই এবার নতুন উদ্যোগ নিলেন থওসিফ আহমেদ নামে মেঙ্গালুরুর এক যুবক ৷ রাস্তার কুকুরদের কলার বাঁধলেন থওসিফ ৷ সেই কলারগুলি রিফ্লেকটিভ কলার ৷ ফলে গাড়ির আলো পড়তেই সেগুলি জ্বলজ্বল করে ওঠে ৷ খুব সহজেই চালকের নজরে আসে অবলা প্রাণীগুলো ৷ ফলে দুর্ঘটনার সংখ্যাও কমে গত দেড় মাস ধরে এই কাজটি করছেন আহমেদ ৷ তাঁর দাবি ওই কলার লাগানোর পর থেকে আর একটাও কুকুর দুর্ঘটনায় মারা যায়নি ৷ সোশ্যাল মিডিয়া এখন কুর্নিশ জানাচ্ছে থওসিফকে ৷

    First published:

    Tags: Collars, Mangaluru, Stray dog

    পরবর্তী খবর