#ইন্দোর: অন্ধবিশ্বাসের জন্য কত কিছুই না করে মানুষে ৷ এবার মধ্যপ্রদেশের ইন্দোরের মুসাখেড়ি এলাকায় এমনই একটি আজব ঘটনা ঘটল ৷ সম্প্রতি ওই এলাকায় এমন একটি বিয়ে হল যা আগে কেউ কখনও দেখেনি ৷ বিয়ে দেওয়া হচ্ছে দুই যুবকের ৷
সমলিঙ্গের বিবাহের দেওয়ার পিছনে আসল কারণ শুনলে চমকে উঠবেন ৷ বৃষ্টি না হওয়ায় চিন্তায় রয়েছেন গ্রামবাসীরা ৷ তাদের অন্ধবিশ্বাস দুই যুবকের একে অপরের সঙ্গে বিয়ে দিলে বৃষ্টি হবে ৷
কুসংস্কারের জেরেই এমন সিদ্ধান্ত নিয়ে এলাকাবাসীরা ৷ যদিও এর কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengali News, Marriage, Superstition, Two Youths Tied Knot, Youth Got Married For Rain