হোম /খবর /দেশ /
চাকরি নেই! ছাড়া পেয়েও তাই বেকার যুবকের আবেদন 'জেলে ফিরতে চাই'

Man Wants to Go Back to Jail: চাকরি নেই! ছাড়া পেয়েও তাই জেলেই ফিরিয়ে নেওয়ার আবেদন বেকার যুবকের

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

Man Wants to Go Back to Jail: গত নভেম্বর মাসে উদগমণ্ডলমের কোডানাড়ু এলাকায় একটি ভয়ঙ্কর ডাকাতি ও খুনের ঘটনায় অভিযুক্ত ছিলেন এই ব্যক্তি।

  • Last Updated :
  • Share this:

#চেন্নাই: ডাকাতি ও খুনের ঘটনার মূল অভিযুক্তকে ছেড়ে দিয়েছিল আদালত। কিন্তু তিনিই আবার এক অদ্ভুত আব্দার নিয়ে হাজির হলেন আদালতের দরবারে। জেলা আদালতে তিনি আবেদন করলেন, তাঁকে জেলেই ফিরিয়ে নেওয়ার (Man Wants to Go Back to Jail)। কারণ, বাইকে চাকরি নেই, খাবারও পান না। তাই তাঁকে ফের জেলেই ফিরিয়ে নেওয়া হোক।

গত নভেম্বর মাসে উদগমণ্ডলমের কোডানাড়ু এলাকায় একটি ভয়ঙ্কর ডাকাতি ও খুনের ঘটনায় অভিযুক্ত ছিলেন এই ব্যক্তি। গত নভেম্বর মাসে তাঁকে শর্ত সাপেক্ষে জামিন দেয় আদালত। শর্ত দেওয়া হয়, তাঁকে থাকতে হবে শহরের মধ্যে। প্রতি সোমবার আদালতে এসে হাজিরও দেওয়ার কথা বলা হয়। সেই মতো তিনি মুক্তিও পেয়েছিলেন। কিন্তু বাইরের অবস্থা নাকি জেলের থেকেও খারাপ। সেখানে তাঁর অপরাধী অতীতের জন্য কেউ তাঁকে কাজ দিতে চান না। সেই কারণেই জেলে ফিরে যেতে চান তিনি (Man Wants to Go Back to Jail)।

আরও পড়ুন: পোশাক থেকে রোদচশমা, জেনে নিন করণ জোহরের অভিনব 'স্টাইল স্টেটমেন্ট'

আদালতের কাছে করা আবদনে তিনি বলেছেন, তিনি জামিনের সমস্ত শর্ত পালন করতে পারবে না, তাই তাঁকে ফের জেলেই ফিরিয়ে নেওয়া হোক। তিনি জেল থেকে বার হওয়ার পর তিনি না পাচ্ছেন কোনও কাজের সন্ধান, না পাচ্ছেন একটাও থাকার জায়গা। গোটা জেলায় কোথাও থাকার সুবিধা পাচ্ছেন না । সেই কারণে তিনি মনে করেন, জেলে ফিরে যাওয়াই ভাল।তিনি আদালতে এটাও বলেছেন, তাঁর শারিরীক অবস্থা ভাল নয়, বাইরে থাকলে তাঁর আরও স্বাস্থ্যহানী ঘটতে পারে, সেই কারণেই তিনি জেলে ফিরে যেতে চান।

Published by:Uddalak B
First published:

Tags: Tamil Nadu