#নয়াদিল্লি: রেলমন্ত্রী পীযূষ গয়াল এক ভয়ানক টিকটক ভিডিও পোস্ট করলেন নিজের সোশ্যাল হ্যান্ডেলে ৷ এক তরুণ চলন্ত ট্রেনে ওঠানামা করে TikTok ভিডিও তৈরি করছিলেন ৷ কিন্তু করতে গিয়ে সে কী মর্মান্তিক অবস্থা ৷ যিনি অবশ্য এই মর্মান্তিক টিকটক ভিডিও করছিলেন তিনি অন্য এক যাত্রী যিনি ওই ট্রেনের অন্য কামরায় ছিলেন ৷
চলন্ত ট্রেনের দরজা ধরে ঝুলছে এক ব্যক্তি ৷ তারপর হঠাৎই চলন্ত ট্রেন থেকে ধপ করে পড়ে যান ৷ চলন্ত রেলের তলায় চলে গিয়েছিলেন তিনি ৷ দেখে নিন সেই মর্মান্তিক মুহূর্তের ভিডিও ৷ ভারতের রেলমন্ত্রী জনসচেতনতা বাড়াতে নিজের ট্যুইটারে হ্যান্ডেলে শেয়ার করেছেন ভাইরাল ভিডিও ৷
আরও পড়ুন - দোকানদার চেষ্টা করেছিলেন নষ্টামি করতে, গ্রাহিকা চপ্পল খুলে মারলেন বেদম মার, ভাইরাল হল ভিডিও
পীযূষ গয়াল ভয়াবহ এই টিকটক ভিডিওটি শেয়ার করে ট্যাগলাইনে লিখেছেন, ‘चलती ट्रेन में स्टंट दिखाना बहादुरी नही, मूर्खता की निशानी है। आपका जीवन अमूल्य है, इसे खतरे में ना डालें।नियमों का पालन करें, और सुरक्षित यात्रा का आनंद लें।’ অর্থাৎ চলন্ত ট্রেনে স্টান্ট দেখানো কোনও বাহাদুরি নয়, মুর্খতার পরিচয় ৷ আর সুরক্ষিত যাত্রার আনন্দ নিন ৷
चलती ट्रेन में स्टंट दिखाना बहादुरी नही, मूर्खता की निशानी है। आपका जीवन अमूल्य है, इसे खतरे में ना डालें। नियमों का पालन करें, और सुरक्षित यात्रा का आनंद लें। pic.twitter.com/tauidfOqRj
— Piyush Goyal Office (@PiyushGoyalOffc) February 18, 2020
সাত সেকেন্ডের লম্বা ভিডিওতে দেখা যাচ্ছে কীভাবে পড়ে যাচ্ছেন ওই যুবক ৷ আর সকলে চিৎকার করছেন মারাত্মকভাবে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: TikTok Video, Train, Viral Video, টিকটক ভিডিও, ট্রেন, ভাইরাল ভিডিও