TikTok ভিডিও শ্যুট করতে গিয়ে জলে ডুবে মৃত্যু যুবকের

TikTok ভিডিও শ্যুট করতে গিয়ে জলে ডুবে মৃত্যু যুবকের

মৃতের বন্ধু কাশিফ ইফতিখার টিকটক ভিডিও শ্যুটের জন্য প্রথমে জলে ডুব দেয় ৷

  • Share this:

#দ্বারভাঙ্গা: TikTok-এ ভিডিও তৈরি করা এখন প্রায় নেশার মতো ৷ এই অ্যাপে ভিডিও শ্যুট করতে গিয়ে ইতিমধ্যেই বেশ কিছু দুর্ঘটনা ঘটেছে ৷ কিন্তু তা সত্ত্বেও কারোর হুঁশ ফিরছে না ৷ বিহারের দ্বারভাঙ্গায় বন্যা কবলিত এলাকায় টিকটক বানাতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের ৷ বন্যা কবলিত এলাকায় টিকটক ভিডিও শ্যুট করতে গিয়ে জলে ডুবে মৃ্ত্যু হল ওই যুবকের ৷ মৃত যুবকের নাম আফজল রেহান (২০) ৷

মৃতের বন্ধু কাশিফ ইফতিখার টিকটক ভিডিও শ্যুটের জন্য প্রথমে জলে ডুব দেয় ৷ কাশিফ জলে ডুবে যাচ্ছে দেখে বন্ধুকে বাঁচাতে গিয়েই শেষপর্যন্ত জলে ভেসে যায় আফজল ৷ কোনওমতে প্রাণে বেঁচে যাওয়া কাশিফের এখন চিকিৎসা চলছে হাসপাতালে ৷

First published: July 26, 2019, 1:25 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर