• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • প্রেমের কাছে হার মানল করোনা! লকডাউনে ৬০ কিমি হেঁটে হবু-বরের কাছে পৌঁছলেন যুবতী

প্রেমের কাছে হার মানল করোনা! লকডাউনে ৬০ কিমি হেঁটে হবু-বরের কাছে পৌঁছলেন যুবতী

বাড়ির কেউ তাদের সম্পর্ক মেনে না নেওয়ায় পালিয়ে বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন যুগল৷ সমস্যা হয়ে দাঁড়াল লকডাউন৷ তবে প্রেম কি কোনও দিন কোনও বাঁধা মেনেছে?

বাড়ির কেউ তাদের সম্পর্ক মেনে না নেওয়ায় পালিয়ে বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন যুগল৷ সমস্যা হয়ে দাঁড়াল লকডাউন৷ তবে প্রেম কি কোনও দিন কোনও বাঁধা মেনেছে?

বাড়ির কেউ তাদের সম্পর্ক মেনে না নেওয়ায় পালিয়ে বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন যুগল৷ সমস্যা হয়ে দাঁড়াল লকডাউন৷ তবে প্রেম কি কোনও দিন কোনও বাঁধা মেনেছে?

 • Share this:

  #হায়দরাবাদ: লাভ ইন দা টাইম অব করোনা৷ অর্থাৎ করোনার মত দুঃসময়ে প্রেমে জোয়ার এল৷ দেশজুড়ে লকডাউন৷ কিন্তু তাতে কী, বিয়ের প্রতিশ্রুতি মত হবু স্বামীর কাছে পৌঁছে গেলেন যুবতী৷  প্রেম চলছিল ৪ বছর ধরেই৷ কিন্তু বাড়ির কেউ জানতেন না৷ শেষে যখন জানতে পারলেন তখন কারোর পছন্দ হল না পাত্র-পাত্রীকে৷ তবে ততক্ষণে বিয়ের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন দু’জনেই৷

  বাড়ির কেউ তাদের সম্পর্ক মেনে না নেওয়ায় পালিয়ে বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন যুগল৷ সমস্যা হয়ে দাঁড়াল লকডাউন৷ তবে প্রেম কি কোনও দিন কোনও বাঁধা মেনেছে? এবারও মানল না৷ লকডাউনে ৬০ কিলোমিটার হেঁটে হবু-স্বামীর কাছে পৌঁছলেন চিটিকলা ভবানী! পাত্রের নাম সাই পুন্নায়া৷

  আরও পড়ুন কুকুরের মাংসকে খাদ্য তালিকা থেকে বাদ দিয়ে শুধুমাত্র কুকুর পোষার দিকেই নজর চিনের!

  লকডাউনের মধ্যেই দু’জনে বিয়ে করেন৷ তবে সমস্যা হল অন্য জায়গায়৷ এভাবে পালিয়ে বিয়ে করার জন্য দুই বাড়ি থেকে ক্রমাগত আসতে থাকে হুমকি৷ সেই জন্য স্থানীয় থানার দারস্থ হন নব দম্পতি৷ তখনই জানা যায় যে বিয়ের জন্য ৬০ কিলোমিটার পায়ে হেঁটে এসেছেন তরুণী৷

  Published by:Pooja Basu
  First published: