Home /News /national /
এবার থেকে অনলাইন পেমেন্ট করা যাবে আধার কার্ডের মাধ্যমে

এবার থেকে অনলাইন পেমেন্ট করা যাবে আধার কার্ডের মাধ্যমে

নোট বাতিলের একমাস পরেও মেটেনি নগদ সঙ্কট ৷ তাই সেই অবস্থা সামাল দিতে ক্যাশলেস লেনদেন জোর দিচ্ছে সরকার ৷ কার্ডের ব্যবহার ও ডিজিট্যাল পেমেন্টে সাধারণ মানুষের উৎসাহ বাড়াতে নয়া উদ্যোগ নিল সরকার ৷

 • Pradesh18
 • Last Updated :
 • Share this:

  #নয়াদিল্লি: নোট বাতিলের একমাস পরেও মেটেনি নগদ সঙ্কট ৷ তাই সেই অবস্থা সামাল দিতে ক্যাশলেস লেনদেন জোর দিচ্ছে সরকার ৷ কার্ডের ব্যবহার ও ডিজিট্যাল পেমেন্টে সাধারণ মানুষের উৎসাহ বাড়াতে নয়া উদ্যোগ নিল সরকার ৷ ক্যাশলেস লেনদেন জোড় দিতে আরও একটি নতুন পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার ৷ কেবল ক্রেডিট বা ডেবিট কার্জ নয়, এবার সাধারণ মানুষকে প্লাস্টিক মানি ব্যবহারে উৎসাহি করতে এবং পুরো পদ্ধতিটি আরও সহজ করে তুলতে ইউনিক আইডেন্টিফিকেশন অথোরিটি অফ ইন্ডিয়া (UIDAI) খুব শীঘ্রই আধার কার্ডের মাধ্যমে পেমেন্ট করার সুবিধা নিয়ে আসতে চলেছে ৷ আধার কার্ডের মাধ্যমে পেমেন্ট করার জন্য আধার এনেবেল্ড পেমেন্ট সিস্টেম (AEPS) অ্যান্ড্রয়ড অ্যাপের  ব্যবহার করতে হবে ৷ এর জেরে ভবিষ্যতে কোনওরকম শপিং বা ট্রান্সজেকশনের জন্য নিজের সঙ্গে আর ডেবিট বা ক্রেডিট কার্ড নিয়ে যাওয়ার আর দরকার নেই ৷ কেবল আধার নম্বরটি বলতে হবে ৷ এরপর ফিঙ্গারপ্রিন্ট দিয়ে অথেন্টিকেশন হওয়ার সঙ্গে সঙ্গে পেমেন্ট হয়ে যাবে ৷ এই অ্যাপটি সমস্ত ব্যাঙ্কে পাওয়া যাবে ৷ সমস্ত ব্যবসায়ীকে ডিজিটাল পেমেন্ট মোড ব্যবহারকার পরামর্শ দেওয়া হচ্ছে ব্যাঙ্কের তরফে ৷ এই অ্যাপটি ব্যবহার করার জন্য একটি স্মার্টফোন ও ফিঙ্গারপ্রিন্টের দরকার লাগবে ৷ এই অ্যাপের মাধ্যমে কোনও কার্ড ও পিন নম্বর ছাড়া পেমেন্ট করা যেতে পারে ৷ ব্যাঙ্ক ও AEPS-র সঙ্গে লিঙ্ক করা হবে আধার কার্ড ৷ নীতি আয়োগ সিইও অমিতাভ কান্ত জানিয়েছেন,  আধার কার্ডহোল্ডারদের ক্যাশলেস লেনদেনের জন্য খুব শীঘ্রই একটি অ্যাপ লঞ্চ করা হবে ৷ ভারতের ৯৩ শতাংশ নাগরিক ডিজিট্যাল পেমেন্ট কী তা জানেন না ৷ তাই নোট বাতিলের পর নগদ অপ্রতুলতায় সঙ্কটে পড়েছেন দেশবাসী ৷ তাই ক্যাশলেস লেনদেনে উৎসাহিত করতে এবার এই উদ্যোগ নিল সরকার ৷ যে কোন অনলাইন লেনদেন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকে এবং প্রতিটি লেনদেন নথিভুক্ত হয় ৷ তাই ক্যাশলেস লেনদেনে কোনওরকম হিসাব বহির্ভূত লেনদেন হওয়া প্রায় অসম্ভব ৷ এই পন্থায় কালো টাকার ব্যবহার কমাতে চাইছে কেন্দ্র ৷

  First published:

  Tags: Aadhaar card, Bengali News

  পরবর্তী খবর