Home /News /national /

২০০ বা ২০০০ টাকার নোটে মাটি বা কালি লাগলেই বিপদ !

২০০ বা ২০০০ টাকার নোটে মাটি বা কালি লাগলেই বিপদ !

File Photo

File Photo

নোট বাতিলের পর বাজারে আসে নতুন ২০০০ ও ৫০০ টাকার নোট ৷ এর জেরে বেশ কয়েকদিন পর্যন্ত হেনস্থার মুখে পড়তে হয়েছে সাধারণ মানুষকে ৷

 • Share this:

  #নয়াদিল্লি: নোট বাতিলের পর বাজারে আসে নতুন ২০০০ ও ৫০০ টাকার নোট ৷ এর জেরে বেশ কয়েকদিন পর্যন্ত হেনস্থার মুখে পড়তে হয়েছে সাধারণ মানুষকে ৷ কিন্তু বাজারে নতুন ২০০ ও ৫০ টাকার নোট নিয়ে আসার পর সমস্যা অনেকটাই কমেছে ৷ কিন্তু এবার সাধারণ মানুষের সমস্যা কমার বদলে আরও বাড়তে চলেছে ৷ কারণ মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ছেঁড়া বা মাটি লাগা ২০০ ও ২০০০ টাকার জমা নেবে না ব্যাঙ্ক ৷

  আরও পড়ুন: ফের উত্তপ্ত মালদহ, তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তেজনা

  আগের নিয়ম অনুযায়ী, সব ধরনের নোট জমা নিতে হবে ব্যাঙ্ককে ৷ কিন্তু সেই নিয়মের আওতায় এখনও ২০০০ ও ২০০ টাকার নোট নেই ৷ সেই অনুযায়ী দেখতে গেলে ছেঁড়া বা মাটি লাগা নোট জমা নাও নিতে পারে ব্যাঙ্কগুলি ৷ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সেকশন ২৮-এ ৫,১০,৫০, ১০০, ৫০০, ১০০০, ৫০০০ ও ১০০০০ টাকার নোটের উল্লেখ রয়েছে ৷ কিন্তু ২০০ ও ২০০০ টাকার নোটের কোনও উল্লেখ নেই ৷

  আরও পড়ুন: আসানসোল স্টেশনে থামবে রাজধানী, বাবুলের আবেদনে সাড়া রেলমন্ত্রীর

  ২০১৬, ৮ নভেম্বরে নোট বন্দির ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এরপর বাজারে আসে ২০০০ টাকার নোট ৷ গতবছর অগাস্ট মাসে ২০০ টাকার নোট বাজারে নিয়ে আসে আরবিআই ৷ মনে করা হচ্ছে ২৮ নম্বর সেকশনে পরিবর্তন না এলে এই দুই নোট জমা দেওয়া বা লেনদেনের ক্ষেত্রে সমস্যা থেকেই যাবে।

  আরও পড়ুন: গোদাবরীতে নৌকাডুবি, উদ্ধার ১৭, এখনও নিখোঁজ ২৩

  অর্থমন্ত্রকের সচিব সুভাষ সি গর্গ জানিয়েছিলেন,বাজারে এই মুহূর্তে ৬.৭০ লাখ কোটি টাকার ২০০০ টাকার নোট বাজারে রয়েছে ৷ আপাতত ২০০০ টাকার নোট ছাপানো বন্ধ রয়েছে ৷ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, বেশ কিছু ছ্যাঁড়া নোট ব্যাঙ্কে এসেছে ৷ কিন্তু নিয়মে বদল না আনলে গ্রাহকরাই সমস্যায় পড়বেন ৷

  First published:

  Tags: 2000 rupees note, Currency Exchange, RBI, Soiled Notes

  পরবর্তী খবর