#নয়াদিল্লি: বিধানসভা নির্বাচনের আগেই চলে এল রিপোর্ট কার্ড৷ একবার নয়, দু'বার নয়, টানা চারবার! দেশের সেরা মুখ্যমন্ত্রীর শিরোপা পেলেন উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ৷ রাজনৈতিক ভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজ্যে দুর্দান্ত পারফরম্যান্স করেই সেরার সেরা হয়েছেন যোগী৷ মোট ভোটের ২৫ শতাংশ পেয়েছেন তিনি৷ ইন্ডিয়া টুডে গ্রুপের ‘মুড অফ দ্য নেশন’সমীক্ষা এমনটাই বলছে৷
দেশের সবচেয়ে কম বয়সি মুখ্যমন্ত্রীদের মধ্যে একজন যোগী৷ সম্প্রতি হাথরস ধর্ষণকাণ্ড ও 'লাভ জিহাদ' আইন প্রনয়ণ করে বিরোধীদের তুমুল সমালোচনার মুখে পড়েন তিনি৷ কিন্তু তা সত্ত্বেও তাঁর জনপ্রিয়তায় কোনও প্রভাব পড়েনি৷ সমীক্ষায় অংশ নেওয়া প্রায় ৫৪ শতাংশ মানুষ উত্তরপ্রদেশ সরকারের আনা বিতর্কিত ‘লাভ জেহাদ’ আইনটিকে সমর্থন করেছেন। ৫৮ শতাংশ তার বিরোধিতা করেছে৷ ২০১৭ সালে ক্ষমতায় আসার পর থেকে যোগী একের পর এক কড়া সিদ্ধান্ত নিয়েছেন তাঁর রাজ্যে৷ গো-হত্যার বিরুদ্ধে আইন আনা থেকে দাঙ্গার সময় জনসাধারণের, ব্যক্তিগত সম্পত্তির ক্ষতি পুনরুদ্ধার।
দুই এবং তিন নম্বরে যথাক্রমে আছেন দিল্লির অরবিন্দ কেজরিওয়াল ও পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়৷ দেশের সেরা মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে বলে মনে করছেন সমীক্ষায় অংশ নেওয়া ১৪ শতাংশ মানুষ। সমীক্ষায় অংশ নেওয়া ৮ শতাংশ মানুষ বলছেন 'দিদি'ই সেরা৷ বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডি (ইউ) সভাপতি নীতীশ কুমারের বিধানসভা নির্বাচনে ভরাডুবি হয়েছে৷ তা সত্ত্বেও চার নম্বরে আছেন তিনি ৬ শতাংশ ভোট পেয়ে৷ অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগমোহন রেড্ডি রয়েছেন পাঁচে৷
রাজ্য স্তরে সেরা পারফর্ম করে বাজিমাত করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক৷ ৫১ শতাংশ ভোট পেয়েছেন তিনি৷ ৪১ শতাংশ ভোট পেয়ে দুয়ে রয়েছেন কেজরিওয়াল৷ তিনে যোগি (৪১ শতাংশ), চারে মহরাষ্ট্রের উদ্ধব ঠাকরে (৩৫ শতাংশ) ও পাঁচে তেলেঙ্গানার চন্দ্রশেখর রাও (৩৫ শতাংশ)