#লখনউ: আনলক ৪.০-এ দু’দিনের উইকএন্ড লকডাউন তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল ৷ এরপর কেবল রবিবার লকডাউন রাখার ঘোষণা করা হয়েছিল ৷ কিন্তু মঙ্গলবার সকালে যোগী সরকারের তরফে রবিবারের সাপ্তাহিক লকডাউনেও তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মানুষকে করোনা ভাইরাস সম্বন্ধে সাবধানতা অবলম্বন করার পাশাপাশি আর্থিক গতিবিধি চাঙ্গা করার নির্দেশ দিয়েছে ৷ ফলে করোনা আগের পরিস্থিতির মতো এবার খোলা থাকবে বাজার ৷
এর পাশাপাশি মুখ্যমন্ত্রী আদিত্যনাথের তরফে জানানো হয়েছে যে ১০০০ আইসিইউ বেড তৈরি করা হচ্ছে ৷ কন্টেইনমেন্ট ছাড়া অন্যান্য জোনে হোটেল ও রেস্তোরাঁ খোলা থাকবে ৷ সকলের সুরক্ষার কথা মাথায় রেখে সমস্ত নিয়ম মেনে চলতে হবে ৷
মঙ্গলবার যোগী আদিত্যনাথের তরফে জানানো হয়েছে যে সকলকে সচেতম থাকতে হবে ৷ যে গতিতে করোনা বেড়ে চলেছে তাতে সামাজিক দূরত্ব-সহ অন্যান্য নিয়ম মেনে চলা বাধ্যতামূলক ৷ পাশাপাশি তিনি আরও বলেন কন্টেইনমেন্ট সমস্ত বাসিন্দাদের করোনা পরীক্ষা করাতে হবে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Yogi Adityanath