• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • পরিযায়ীদের সাহায্যের জন্য সেনা নামানো হোক, ধর্নায় বসে গ্রেফতার যশবন্ত সিনহা

পরিযায়ীদের সাহায্যের জন্য সেনা নামানো হোক, ধর্নায় বসে গ্রেফতার যশবন্ত সিনহা

যশবন্ত সিনহা

যশবন্ত সিনহা

সোমবার দিল্লির রাজঘাটে ধর্নায় বসে গ্রেফতার হলেন দেশের প্রাক্তন অর্থমন্ত্রী ও প্রাক্তন বিজেপি নেতা যশবন্ত সিনহা৷ লকডাউনের নিয়ম ভেঙে ধর্নায় বসার অপরাধে তাঁকে গ্রেফতার করা হয়েছে৷

 • Share this:

  #নয়াদিল্লি: পরিযায়ীদের নিরাপদে বাড়ি পৌঁছে দিতে সেনার সাহায্য নেওয়া হোক৷ রাস্তায় নামানো হোক সেনা৷ সেনা জওয়ানরাই বাড়ির পথে যাওয়া পরিযায়ীদের সাহায্য করবে৷ এই দাবিতে সোমবার দিল্লির রাজঘাটে ধর্নায় বসে গ্রেফতার হলেন দেশের প্রাক্তন অর্থমন্ত্রী ও প্রাক্তন বিজেপি নেতা যশবন্ত সিনহা৷ লকডাউনের নিয়ম ভেঙে ধর্নায় বসার অপরাধে তাঁকে গ্রেফতার করা হয়েছে৷

  যশবন্ত সিনহার সঙ্গে ধর্নায় ছিলেন আপ নেতা সঞ্জয় সিং ও দিলীপ পাণ্ডে৷ তাঁদের দাবি, পরিযায়ীদের নিরাপদে বাড়ি পৌঁছে দিতে ঠিকমতো ব্যবস্থা করুক কেন্দ্রীয় সরকার৷ সেনা নামিয়ে ওঁদের সাহায্য করা হোক৷ তাঁদের দিল্লি পুলিশ গ্রেফতার করে৷

  বিজেপি-র একসময়ের প্রবীণ ও দুঁদে নেতা হিসেবে পরিচিত যশবন্ত সিনহা মোদি সরকারের প্রবল সমালোচক৷ তাঁর কথায়, 'পরিযায়ী শ্রমিকদের সম্মানের সঙ্গে ও সুষ্ঠ ভাবে বাড়ি পৌঁছে দেওয়া সরকারের দায়িত্ব৷ আসলে পরিযায়ী শ্রমিকদের নিয়ে সরকারের কোনও নীতি নেই৷ এই বিজেপি সরকার গরিবের শত্রু৷'

  Published by:Arindam Gupta
  First published: