#বেঙ্গালুরু: ফাঁকা রাস্তা পেলেই গাড়ি বা বাইক দুরন্ত গতিতে চালাতে অনেকেই পছন্দ করেন ৷ কখনও কখনও সেই গতি মৃত্যুও ডেকে আনে চালকদের ৷ এমন দুর্ঘটনা সব শহরে প্রায়শই ঘটে ৷ কিন্তু তাতেও কোনও হেলদোল নেই চালকদের ৷ কেউ কেউ স্পোর্টস বাইক কিংবা বিলাসবহুল গাড়ি নিয়ে নিজের জীবন বাজি রেখেই ‘ফর্মুলা ওয়ান’ বা ‘মোটো জিপি’ রেস খেলতে পছন্দ করেন হাইওয়েতে ৷
This video made viral by the rider.. going at a dangerous speed of almost 300 kmph at Ecity flyover putting his own & others life at risk..CCB traced the rider & seized bike Yamaha 1000 CC.. handed over to traffic.. #drivesafe.. @CPBlr @BlrCityPolice pic.twitter.com/RoC6csoR38
— Sandeep Patil IPS (@ips_patil) July 21, 2020
বেঙ্গালুরুতে সম্প্রতি এমন ঘটনাই দেখা গিয়েছে ৷ যেখানে ১০০০ সিসি-র Yamaha R1 বাইক নিয়ে ফ্লাইওভারে ঘণ্টায় ২৯৯ কিমি বেগে চালান এক ব্যক্তি ৷ সেই ভিডিও আবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্টও করেন তিনি ৷ বেঙ্গালুরুর ই-সিটি ফ্লাইওভারে বাইকের এমন গতি দেখে হকচকিয়ে গিয়েছিলেন প্রত্যেকেই ৷ কিন্তু সেই ভিডিও ভাইরাল হতে খুব বেশি সময় লাগেনি ৷ আর তাতে বিপদে পড়েন খোদ বাইক চালকই ৷ ফ্লাইওভারে তীব্র গতিতে বাইক ছোটানোর অভিযোগে গ্রেফতার করা হয় বাইকের মালিককে ৷ ভিডিওটি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করার কিছু সময় পরে সেটি ডিলিটও করে দেন ৷ কিন্তু ততক্ষণে ভাইরাল হয়ে গিয়েছিল ভিডিওটি ৷ তা দেখেই বাইকের মালিককে খুঁজে বের করে গ্রেফতার করে বেঙ্গালুরু পুলিশ ৷ এবং সেই ভিডিও বেঙ্গালুরু পুলিশের পক্ষ থেকে নিজেদের ফেসবুক হ্যান্ডলে শেয়ার করে লেখা হয়, ‘ ড্রাইভ সেফ’ ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengaluru