#নয়াদিল্লি: জন্ম-পরিচিতি-সম্পত্তি ও ব্যাঙ্ক। এর আগে সমস্ত কিছুতেই আধারকার্ড বাধ্যতামূলক করে কেন্দ্রীয় সরকার। ভুয়ো পরিচয় রুখতে কোনও ব্যক্তির স্বতন্ত্র একটি নম্বর দেওয়া হয় কার্ডের মাধ্যমে। এই নম্বরকে একটি ব্যক্তির বার্থ সার্টিফিকেট, সম্পত্তি, ব্যাঙ্ক ডিটেলস বা অন্যান্য পরিচয়ের সঙ্গে যুক্ত করা বাধ্যতামূলক করা হয়। মোবাইল নম্বরের সঙ্গেও আধার নম্বর সংযুক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে ৷ কিন্তু বিভিন্ন ক্ষেত্রে আধার নম্বর দেওয়ায় সমস্যাও বেড়েছ ৷
জানা গিয়েছে, বেশ কিছু অসৎ মানুষ আপনার আধার নম্বরের অপব্যবহার করে থাকছে ৷ দেশের বিভিন্ন জায়গায় আধার জাল চক্র যে সক্রিয় তা বেশ কয়েকটি ঘটনায় পরিষ্কার ৷ এর জেরে নাগরিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে ৷ তবে আর চিন্তার কারণ নেই ৷ আপনার অগোচরে আধারের অপব্যবহার করা হচ্ছে কিনা তা জানা যাবে সহজেই এই পদ্ধতিতে ৷
১. প্রথমে যেতে হবে UIDAI ওয়েবসাইটে।
২. আধার অনলাইন সার্ভিসে গিয়ে আধার অথেন্টিকেশন হিস্ট্রি (Aadhaar Authentication History) লিঙ্কে ক্লিক করতে হবে।
৩. এরপর নিজের আধার নম্বর দিন ৷ সিকিউওরিটি কোড এন্টার করতে বলা হবে। এরপর একটি ওটিপি জেনারেট হবে ৷
৩. ওটিপি দিলেই খুলে যাবে নতুন একটি পেজ ৷ সেখানে সময়সীমা দিলেই জানতে পারবেনে আপনার আধার নম্বর ওই সময়সীমার মধ্যে কী কী কাজে ব্যবহার করা হয়েছে ৷ অস্বাভাবিকতা দেখলে অভিযোগ জানাতে পারেন ৷