হোম /খবর /দেশ /
Viral Video| সোশ্যাল মিডিয়া তোলপাড়! চালককে থাপ্পড়, জুতোপেটা করে সুপার ভাইরাল

Viral Video| সোশ্যাল মিডিয়া তোলপাড়! চালককে থাপ্পড়, জুতোপেটা করে সুপার ভাইরাল মহিলা

মহিলা প্রথমে অশ্রাব্য ভাষায় কথা, গালিগালাজ পরে জুতোপেটা করেছেন ভিডিও মুহূর্তেই ভাইরাল

  • Last Updated :
  • Share this:

#লখনউ: উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ে থাপ্পড় কাণ্ড ঘটল ৷ রাখিপূর্ণিমার দিন এক টেম্পো চালক এক মহিলার প্রতি সুযোগের সদ্বব্যবহার করতে গিয়ে জুতোপেটা খেলেন ৷ সেই ভিডিও দুর্বার গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ যেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷

সেখানে দেখতে পাওয়া গিয়েছে অটোতে যেতে যেতে যখন অটোচালক ভাড়া চেয়েছেন যাত্রীদের থেকে তখনই বেশ কয়েকজন যুবক গালিগালাজ করতে থাকে পরে সেটি মারপিটে পরিণত হয়েছে ৷ কিন্তু যাত্রীরা যাঁরা বসেছিলেন তাঁরা কম পয়সা দিয়েছেন বলেই দাবি করেছেন চালক ৷ ঘটনাটি ঘটার সময়ে পুলিশকে দেখতে পাওয়া গিয়েছে ৷ তিনি চালককে বাঁচানোর প্রচেষ্টা করছিলেন ৷ এরই মাঝে এক মহিলা আগে চালককে চড় থাপ্পর মেরেছিলেন তারপরে জুতোপেটা করতে শুরু করেন ৷

যেভাবে ওই মহিলা চালকের সঙ্গে অভব্য আচরণ করতে থাকেন তাই তার প্রমাণ ভিডিওই ৷ কিছুদিন আগেই তিনজনের বিরুদ্ধে চালক নিগ্রোহে মামলা রুজু করেছে ৷ এইবার সবার নজরে রেখেছেন ভিডিওতে মনে করা হচ্ছে এই মহিলার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে ৷ এই অভিযুক্ত মহিলার বিরুদ্ধে মারপিট, ভাঙচুরের অভিযোগ রয়েছে ৷

Published by:Arjun Neogi
First published:

Tags: Viral Video