#ইটানগর: অরুণাচল প্রদেশের এক আধিকারিক তাঁর বাড়িতেই আত্মহত্যা করছেন ৷ সূত্রের খবর করোনা ভাইরাসের প্রাদুর্ভাব যেমন ভাবে দেখা যাচ্ছে সেক্ষেত্রে ভয় পেয়ে আত্মহননের পথ বেছে নিয়েছে ৷ পুলিশ সূত্রে খবর মহিলা আধিকারিকের বয়স ৩৮ বছর ৷
তিনি অর্ধেক ইস্তফাপত্র লিখে বাথরুমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ৷ চিঠিতে তিনি লিখেছেন যে হারে কোভিড-১৯সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে তাতে তিনি অত্যন্ত আশঙ্কিত ৷ দিনের পর দিন করোনার চাপ নিতে না পেরেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন আধিকারিক ৷
অরুণাচল প্রদেশে মহামারি থেকে লড়তে ৩.৫ কোটি টাকা এনএসি দিয়েছে ৷ অন্যান্য রাজ্যের থেকে অরুণাচল প্রদেশের প্রশাসনিক পরিকাঠামো কিছুটা ভিন্ন ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Arunachal Pradesh, Coronavirus, COVID-19