• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • স্বামীর সঙ্গে ফোনে কথা বলতে বলতে প্রজননরত সাপের উপর বসে পড়লেন স্ত্রী! একসঙ্গে ছোবল যুগলের

স্বামীর সঙ্গে ফোনে কথা বলতে বলতে প্রজননরত সাপের উপর বসে পড়লেন স্ত্রী! একসঙ্গে ছোবল যুগলের

প্রতীকী চিত্র ৷

প্রতীকী চিত্র ৷

 • Share this:

  #গোরক্ষপুর: স্বামী থাকেন তাইল্যান্ডে ৷ সেই স্বামীর সঙ্গেই ফোন কথা বলছিলেন স্ত্রী ৷ কথা বলতে বলতে এতটাই অন্যমনস্ক ছিলেন তিনি, যে খেয়ালও করেননি যে তাঁর নিজের ঘরের বিছানাতেই রয়েছে ভয়ঙ্কর বিষধর দু’টি সাপ! সে সময় প্রজননরত অবস্থায় ছিল সাপ দু’টি ৷ দেখতে না পেয়ে ওই সাপের উপরেই বসে পড়েন ওই মহিলা ৷ সঙ্গে সঙ্গে একসঙ্গে তাকে ছোবল মারে সাপ যুগল ৷ বিছানার চাদর রঙিন হওয়ায় তাতে সাপের উপস্থি্তি টের পাননি ওই মহিলা ৷ ফলে ঘটে যায় চরম অঘটন ৷ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গোরক্ষপুরের রিয়ানভ গ্রামে। সঙ্গে সঙ্গেই ওই মহিলাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ চিকিৎসা চলাকালীন ঘণ্টা খানেকের মধ্যেই মৃত্যু হয় তাঁর ৷ বাড়ি ফিরে এসে আত্মীয়স্বজনরা দেখেন সাপ দু’টি তখনও বিছানায় রয়েছে ৷ রাগে দু’টি সাপকেই পিটিয়ে মারেন তাঁরা ৷ তবে বিষধর ওই সাপ দু’টি কোন প্রজাতির ছিল তা জানা যায়নি ৷

  First published: