#ভোপাল: যে ছবি সচরাচর দেখা যায় না, সে ছবি তো অবাক করবেই। তবে শুধু অবাক নয়, মন ভাল করে দেবে মধ্যপ্রদেশের খান্ডুয়ার এক বিয়ের ছবি।
দুই বোনের একই সঙ্গে বিয়ে। তা বিয়ে মানেই অবশ্য মেহেন্দি করে, ওড়নায় মুখ ঢেকে বরের অপেক্ষা নয়। সাক্ষী আর সৃষ্টির ক্ষেত্রে হল একটু অন্য রকম। মানে বরেরা যে যার বাড়ি বসে অপেক্ষার প্রহর গুনে গেলেন। কারণ, ঘোড়ায় চেপে লোকলস্কর নিয়ে বরেদেরই বাড়িতে বিয়ে করতে গেলেন সাক্ষী আর সৃষ্টি। দুলহানদের টশন ছিল দেখার মতো। পাগড়ি, সানগ্লাস, তরোয়াল....ব্যান্ড বাজা বারাত নিয়ে বিয়ে করতে যাচ্ছেন কনে। কী বলবেন একে! আজব বিয়ে? আমাদের চোখে আজব মনে হলেও কনেদের এ ভাবে বিয়ে করতে যাওযা পতিদার সমাজের হাজার বছরের পুরোন রীতি। একে বলে কন্যা ঘাতরি। এখনও অনেকেই এই রীতি মেনে চলেন।
ঘোড়ায় চেপে দুলহা আনতে গেলেন দুলহনরা। আর নির্ভয়ার ক্ষত বুকে নিয়ে আমরা বেটি বাঁচাও বেটি পড়াওয়ের যুগে দাঁড়িয়ে দেখলাম, হাজার বছরের পুরোন এক রীতি। যে রীতি নারীশক্তির কথা বলে। বলে সমানাধিকারের কথা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।