Lok Sabha Elections 2019: বুথেই হার্ট অ্যাটাকে মৃত প্রিসাইডিং অফিসার

Lok Sabha Elections 2019: পুলিশ সূত্রের খবর, সুনন্দা কোটেকার ভোটের ডিউটিতে প্রিসাইডিং অফিসার হিসেবে ছিন্দাওয়াড়া লোকসভা কেন্দ্রে গিয়েছিলেন৷ সোমবার সকালে ভোট শুরু হওয়ার খানিক পরে তিনি অস্বস্তি বোধ করতে থাকেন৷

Bangla Editor | News18 Bangla
Updated:Apr 29, 2019 11:16 AM IST
Lok Sabha Elections 2019: বুথেই হার্ট অ্যাটাকে মৃত প্রিসাইডিং অফিসার
ছবিটি প্রতীকী
Bangla Editor | News18 Bangla
Updated:Apr 29, 2019 11:16 AM IST

#ভোপাল: ভোটের ডিউটিতে গিয়েছিলেন মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়া লোকসভা কেন্দ্রে৷ প্রিসাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন তিনি৷ ভোট চলাকালীন বুথেই হার্ট অ্যাটাকে মারা গেলেন ৫০ বছরের এক মহিলা৷ তাঁর নাম সুনন্দা কোটেকার৷

পুলিশ সূত্রের খবর, সুনন্দা কোটেকার ভোটের ডিউটিতে প্রিসাইডিং অফিসার হিসেবে ছিন্দাওয়াড়া লোকসভা কেন্দ্রে গিয়েছিলেন৷ সোমবার সকালে ভোট শুরু হওয়ার খানিক পরে তিনি অস্বস্তি বোধ করতে থাকেন৷ হাসপাতালে নিয়ে যাওয়ার সুযোগই দেননি৷ খানিক ক্ষণের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি৷

মুখ্য নির্বাচনী আধিকারিক ভিএল কান্তা জানিয়েছেন, ছিন্দওয়াড়ার লোধিখেদা পোলিং বুথে ডিউটিতে ছিলেন সুনন্দা৷ হার্ট অ্যাটাকের ১ মিনিটের মধ্যেই মৃত্যু হয় তাঁর৷ ভোটের জন্য রবিবার সকালেই ছিন্দওয়াড়ায় পৌঁছে গিয়েছিলেন সুনন্দা৷

First published: 11:11:09 AM Apr 29, 2019
পুরো খবর পড়ুন
Loading...
अगली ख़बर