#হাওড়া: করোনা আক্রান্ত স্বামীকে শ্মশানে দাহ করে বাড়ি ফিরে বিশেষ ক্ষমতাসম্পন্ন ছেলের শ্বাসরোধ করে খুন করে আত্মঘাতী মা! মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল হাওড়ার রাজাপুর থানার ঘরভাঙা বাসুদেবপুর চৌধুরী পাড়া।
জানা গিয়েছে, মৃতের নাম দেবনাথ দে। গত এক সপ্তাহ ধরে জ্বরে ভুগছিলেন ৪৭ বছর বয়সি, পেশায় বেসরকারি কারখানার কর্মী দেবনাথ। শনিবার তাঁকে ভর্তি করা হয় উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে। সেদিনই তাঁর মৃত্যু হয়। লালারসের নমুনা পরীক্ষা করা হকে রিপোর্ট কোভিড পজিটিভ আসে।
সোমবার মৃত দেবনাথ দে-কে শিবপুর শ্মশানে দাহ করতে যান তার স্ত্রী , ছেলে ও পরিবারের সদস্যরা। জানা যায়, সৎকারের পর বাড়ি ফিরে ১৯ বছরের বিশেষ ক্ষমতা সম্পন্ন ছেললেকে গলা টিপে খুন করে নিজে আত্মহত্যা করেন দেবনাথবাবুর স্ত্রী। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া গোটা এলাকায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। আত্মীয়দের কথায়, স্বামীর মৃত্যুর পর পরিবারের আর্থিক অনটন ও অসুস্থ ছেলের চিকিৎসা করতে পারবে না, সেই আশঙ্কা থেকেই ছেলেকে খুন করে আত্মঘাতী হন মহিলা।
Debasish Chakraborty