• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • গুজরাতে মহিলাকে লাথি বিজেপি বিধায়কের

গুজরাতে মহিলাকে লাথি বিজেপি বিধায়কের

representative image

representative image

 • Share this:

  #গুজরাত: বিতর্কে গুজরাতের বিজেপি বিধায়ক। জানা যায়, জলের দাবিতে বিধায়কের অফিসে ধরনা দেয় স্থানীয় বাসিন্দারা। তখনই ধরনায় সামিল হওয়া এক মহিলাকে লাথি মারেন বিধায়ক বলরাম তাওয়ানি। উপস্থিত অনেকেই সেই নির্মম দৃশ্য শ্যুট করে। নেট দুনিয়ায় বিধায়কের লাথি মারার ভিডিও পোস্ট হতেই মুহূর্তে ভাইরাল, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা! চাপে পড়ে ক্ষমা চাইলেন বিজেপি বিধায়ক।

  First published: