• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • দেহ ব্যবসায় জড়িত সন্দেহে মহিলাকে নগ্ন করে মার

দেহ ব্যবসায় জড়িত সন্দেহে মহিলাকে নগ্ন করে মার

নিজস্ব চিত্র

নিজস্ব চিত্র

দেহ ব্যবসায় জড়িত সন্দেহে মহিলাকে নগ্ন করে মার

 • Share this:

   #গুয়াহাটি: সন্দেহ,চুপিসারে দেহব্যবসা চলছে। তার জেরে এক মহিলাকে বিবস্ত্র করে পেটালেন মহিলারাই। অসমের বাঁকা জেলায় গ্রামবাসীদের মাতব্বরির ছবি এখন ভাইরাল। ভিডিও প্রকাশ্যে আসতেই সমালোচনার মুখে প্রশাসন। লিখিত অভিযোগ দায়ের হলেও এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

  ব্যবধান মাত্র চব্বিশ ঘণ্টার। অসম-মেঘালয় সীমানার গোয়ালপাড়ার পর এবার মুসুলপুর। অসমে ফের প্রকাশ্যে গ্রামবাসীদের মাতব্বরির ছবি। গত কয়েকদিন আগেই খাপ পঞ্চায়েত নিয়ে যথেষ্ট কড়া রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। মুসুলপুরের ঘটনায় স্পষ্ট শীর্ষ আদালতের সেই রায় কিছু মানুষের উপরে কোনও প্রভাবই ফেলতে পারেনি। স্রেফ সন্দেহের বসে গ্রামেরই এক মহিলাকে নৃশংস ভাবে পেটালেন মহিলারাই। উদ্ধারের বদলে সেই গণপিটুনির ভিডিও ভাইরাল হল।

  বাঁকা জেলার এই গ্রামে অনেকদিন ধরেই থাকতেন নির্যাতিতা। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ঘরের উপর নজর রেখে তাঁর গতিবিধি নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়। অবশেষে সোমবার রাত আটটা থেকে ন’টার মধ্যে তাঁর উপর হামলা হয়। প্রথমে ঘর থেকে টেনে হিঁচড়ে বের করা হয় নির্যাতিতাকে। তারপর বিবস্ত্র করে তাঁকে পেটানো হয়। রেয়াত করা হয়নি সেইসময় তাঁর ঘরে থাকা এক ব্যক্তিকেও।

  মঙ্গলবার এই ঘটনার অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও পুলিশের দাবি, ভিডিও ফুটেজ খতিয়ে দেখেই এই ঘটনার তদন্ত হবে। এরমধ্যেই আহত মহিলাকে গুয়াহাটির হাসপাতালে ভর্তি করা হয়েছে। দোষীদের শাস্তি না হলে, আত্মহত্যার হুমকি দিয়েছেন নিগৃহীতা।

  First published: