Home /News /national /
নিজের কাঁধে স্বামীকে চাপিয়ে দৌড় দিলেন স্ত্রী! অবাক হয়ে দেখলেন সকলে

নিজের কাঁধে স্বামীকে চাপিয়ে দৌড় দিলেন স্ত্রী! অবাক হয়ে দেখলেন সকলে

এমন দৌড়ের খবর ছড়িয়ে পড়তেই, সকলে উৎসাহের সঙ্গে ছুটে আসেন দেখতে৷

 • Share this:

  #কাটমণ্ডু: স্ত্রীর কাঁধে চেপেছেন স্বামী৷ দৌড়ে প্রতিযোগিতায় এভাবে অংশ নিচ্ছেন স্বামী-স্ত্রী৷ কোনও সিনেমায় নয়, এটা বাস্তবে ঘটছে৷ অদ্ভুত এমন দৌড় প্রতিযোগিতা হয়েছে নেপালে৷ যেখানে দেখা গিয়েছে স্ত্রীর পিঠে চড়েছেন স্বামী! ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবসে এমন প্রতিযোগিতার আয়োজন করা হয় দেবঘট গ্রাম পঞ্চায়েতের স্থানীয় স্কুলের মাঠে৷ ১৬জন বিভিন্ন বয়সি দম্পতি এই প্রতিযোগিতায় অংশ নেন৷ ১০০ মিটারের এই দৌড়ে ছিল অভিনবত্বের ছোঁয়া! স্ত্রীর পিঠে স্বামীদের নিয়ে ১০০ মিটার দৌড়ে নিজেদের শক্তি প্রদর্শন করলেন স্ত্রীরা!

  তবে শক্তি প্রদর্শন নয়, এই প্রতিযোগিতার মাধ্যমে লিঙ্গ সমতার বিষয়ে সচেতন করাই ছিল উদ্দেশ্য৷ সমাজে নারী-পুরুষ সমান, এই বার্তাই দিতে চেয়েছিলেন উদ্যোগতারা৷ সংসারেও যে স্বামী ও স্ত্রীর সমান অধিকার, সেটাই এই প্রতিযোগিতার মাধ্যমে বোঝাতে চাইলেন কর্তৃপক্ষ৷ মেয়েরাও যে সমানভাবে সংসারের বোঝা টানতে সক্ষম, তা এমন প্রতিযোগিতার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হল৷ সেই কারণেই স্বামীর কাঁধে স্ত্রী নয়, স্ত্রীর কাঁধে উঠলেন স্বামী!

  অংশগ্রহণকারী এক মহিলা জানান যে, তিনি অনেক সাহস নিয়ে এসেছিলেন এই প্রতিযোগিতায় ভাগ নিতে৷ "যদিও আমি জিততে পারিনি, তবুও খুব খুশি হয়েছি৷ এখানে উপস্থিত সব মহিলাকেই সম্মান ও অগ্রাধিকার দেওয়া হয়েছে৷" জানান পাশুপিতা শ্রেষ্ঠা৷

  এমন দৌড়ের খবর ছড়িয়ে পড়তেই, সকলে উৎসাহের সঙ্গে ছুটে আসেন দেখতে৷ গ্রামের মানুষের মধ্যে বেশ শোরগোল পড়ে যায়৷ কাটমুন্ডু থেকে ১৫০ কিমি দূরে অবস্থিত এই স্কুলের মাঠে বহু দর্শক সমাগম হয়৷ যারা অংশ নেন, তাঁদের প্রত্যেককে শংসাপত্র দেওয়া হয়৷ এই প্রতিযোগিতায় কোনও অর্থ নয়, সার্টিফিকেটই দেওয়া হয়েছে৷ মহিলাদের শক্তি প্রদর্শন করতে এমন আয়োজন করা হয়েছিল, বলে জানান এক উদ্যোক্তা৷ এমন দৌড় প্রতিযোগিতা প্রতি বছরই করার পরিকল্পনা রয়েছে তাদের৷ সমাজে মহিলাদের ক্ষেত্র পাল্টেছে৷ তারা এখন ঘরে-বাইরে সমানভাবে দক্ষ৷ আর পুরুষের দ্বারা শোষিত নন, এখন তাঁরা পুরুষের সঙ্গে পাল্লা দিয়ে লড়াই করেন৷ সেই ভাবধারা থেকেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়৷ জানান এমন কর্মকর্তা৷ অংশগ্রহণকারী এবং দর্শকরাও এমন আয়োজনে খুশি৷

  Published by:Pooja Basu
  First published:

  Tags: Husband, International News, Wife

  পরবর্তী খবর