#নয়াদিল্লি: ভোররাতেই ভারতীয় সেনার হামলায় কুপোকাৎ একাধিক জঙ্গিঘাঁটি ৷ ভারতীয় সেনা বাহিনীকে রুখতে পাকিস্তান F16 বিমান ব্যবহার করেছিল ৷ ভারতীয় সেনার মিরাজ আক্রমণে তাসের গরের মত ভেঙে পড়েছে পাকিস্তানের F16 বিমান ৷ অসহায় আত্মসমপর্ণ করা ছাড়া আর কিছুই ঘটেনি ৷
Sources: Pakistani F16s were scrambled to retaliate against IAF Mirage 2000s but turned back due to size of Indian formation. Western Air Command coordinated operation. pic.twitter.com/cCXndYNc1H
— ANI (@ANI) February 26, 2019
এর আগে গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামা বিস্ফোরণে কেঁপে উঠেছিল কাশ্মীর ৪২ জন সিআরপিএফ জওয়ান প্রাণ হারিয়েছিলেন ৷ এয়ারফোর্স ১২টি মিরাজ (লড়াকু বিমান) দিয়ে ২১ মিনিটের অপরারেশনে একাধিক জঙ্গি সংগঠনের ঘাঁটি উড়িয়ে দিয়েছে ৷
Sources: One of the targets destroyed by IAF Mirage jets was in Pakistan’s Khyber Pakhtunkhwa area pic.twitter.com/QJtWeTxOfk
— ANI (@ANI) February 26, 2019
ভারতীয় সেনা পাকিস্তানে বালাকোট, চকোটি, পুঞ্ছনামায় হামলায় প্রায় ২০০-৩০০ জঙ্গি নিধন করেছে ৷
আরও পড়ুন : #Indiastrikesback : ১২টি মিরাজের ২১ মিনিটের অপারেশনে একাধিক জঙ্গিঘাঁটি নিশ্চিহ্ন
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: IAF, Indian Army, Surgical Strike 2, পাকিস্তান, মিরাজ হানা, রণেভঙ্গ