#বেঙ্গালুরু: বিশেষ বিমানে আমেরিকা, ব্রিটেন ও অস্ট্রেলিয়ায় আটকে পড়া কর্মীদের দেশে ফেরাল উইপ্রো। প্রায় ৫০০ কর্মীকে তাঁরা নিজেদের উদ্যোগে দেশে ফিরিয়েছেন। এঁদের অনেকেরই ভিসা শেষের মুখে ছিল। অনেকের ভিসা ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছিল। কিন্তু লকডাউন ও করোনা সংক্রমণের কারণে তাঁরা আটকে পড়েছিলেন বিদেশে। পড়েছিলেন সংকটের মুখে। তাঁদেরই এবার দেশে ফেরাল সংস্থা।
উইপ্রোর প্রেসিডেন্ট ও মানবসম্পদ আধিকারিক সৌরভ গোভিল জানিয়েছেন, ‘নিউ ইয়র্ক থেকে একটি বিশেষ বিমান সম্প্রতি বেঙ্গালুরুতে এসেছে। এরপর আমরা আরও একটি বিমানে জার্মানিতে আটকে পড়া কর্মীদের দেশে ফেরানোর চেষ্টা করছি।’ পাশাপাশি তিনি জানিয়েছেন সরকারের বন্দে ভারত মিশনের সঙ্গেও সংস্থা কাজ করছে। যার মাধ্যমে কর্মীদের ফেরানো হচ্ছে। তিনি বলেছেন, ‘আমরা নির্দিষ্ট সময় অন্তর কর্মীদের ফিরিয়ে আনার ব্যবস্থা করছি। কিন্তু এখন অনেক বিমান পরিষেবা চালু নেই। তাই বেশ কিছু মানু্ষকে ফেরাতে দেরি হচ্ছে।’
ইতিমধ্যে আমেরিকা থেকে ৫০০ কর্মীকে দেশে ফিরিয়েছে টিসিএস। টিসিএসের পক্ষ থেকে বলা হয়েছে, সারা পৃথিবীতে সংস্থার প্রায় ৯০০ কর্মী কাজ করছেন। এছাড়া, ইনফোসিস সম্প্রতি ২০০ কর্মীকে আমেরিকা থেকে ফিরিয়ে এনেছে যাঁদের ভিসার মেয়াদ ফুরিয়েছিল বা ফুরানোর মুখে ছিল। টেক মহিন্দ্রা ফিরিয়ে এনেছে ২১০ জন কর্মীকে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, Vande Bharat