#নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার যোগ দিয়েছিলেন ভার্চুয়াল গ্লোবাল ইনভেস্টর রাউন্ডটেবল (VGIR) বৈঠকে ৷ যে সম্মেলনে উপস্থিত ছিল আমেরিকা, ইউরোপ, কানাডা, কোরিয়া, জাপান, মধ্য প্রাচ্য, অস্ট্রেলিয়া এবং সিঙ্গাপুরের মতো বিশ্বের ২০টি দেশের সেরা কয়েকটি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের প্রধানরা ৷ কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের তরফে এই ভার্চুয়াল সভার আয়োজন করা হয়েছিল ৷ কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিরা, ফিন্যান্সিয়াল মার্কেট রেগুলেটরদের পাশাপাশি ভারতের বাণিজ্যজগতের গণ্যমান্য ব্যক্তিরাও এই বৈঠকে যোগ দিয়েছিলেন ৷
এদিনের বৈঠকে অংশ নিয়েছিলেন ভারতের প্রথমসারির শিল্পপতিরাও ৷ সেই তালিকায় ছিলেন মুকেশ আম্বানি, রতন টাটা, নন্দন নিলেকানি, দীপক পারেখ প্রমুখ৷
A strong and vibrant India can contribute to stabilization of the world economic order.
We will do whatever it takes to make India the engine of global growth resurgence: PM— PMO India (@PMOIndia) November 5, 2020
পেনশন এবং স্বতন্ত্র আর্থিক সম্পদ নিয়ে কাজ করা বিশ্বের ২০টি সর্ববৃহৎ প্রতিষ্ঠান এই সম্মেলনে অংশ নিয়েছিল৷ এই প্রতিষ্ঠানগুলির অধীনে থাকা মোট সম্পদের পরিমাণ ৬ ট্রিলিয়ন মার্কিন ডলার৷ আমেরিকা, ইউরোপ, কানাডা, কোরিয়া, জাপান, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর ছাড়াও মধ্য প্রাচ্যের দেশগুলির প্রতিনিধিরা এই তালিকায় রয়েছেন৷ এই প্রতিষ্ঠানগুলির শীর্ষ কর্তারাই বৈঠকে অংশ নিয়েছিলেন৷ এর মধ্যে বেশ কিছু প্রতিষ্ঠান এই প্রথমবার ভারত সরকারের সঙ্গে আলোচনায় বসেছিল৷ বিনিয়োগকারীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর বার্তা, ‘‘ আপনারা যদি বিনিয়োগ করে তার মুনাফা চান আস্থার সঙ্গে ৷ তাহলে ভারতই তার জন্য আদর্শ জায়গা ৷ যদি আপনারা কিছু দাবি জানাতে চান গণতান্ত্রিক অধিকার হিসেবে, তার জন্য ভারতই সেরা দেশ ৷ ব্যবসার ভিত আরও মজবুত করার জন্যও ভারতই সঠিক জায়গা ৷’’
If you want returns with reliability, India is the place to be.
If you want demand with democracy, India is the place to be.If you want stability with sustainability, India is the place to be.If you want growth with a green approach, India is the place to be: PM— PMO India (@PMOIndia) November 5, 2020
কেন্দ্রীয় সরকারের লক্ষ্য অনুযায়ী কীভাবে ভারতীয় অর্থনীতিকে ৫ ট্রিলিয়ন মার্কিন ডলারে নিয়ে যাওয়া যায়, এই বৈঠকে তার রূপরেখাই তুলে ধরেন প্রধানমন্ত্রী৷ সম্মেলনে অংশগ্রহণকারী শিল্প ব্যক্তিত্ব এবং বিশেষজ্ঞদের থেকেও পরামর্শ নেওয়া হয়৷ পাশাপাশি ভারতীয় অর্থনীতিকে কোন পথে এগিয়ে নিয়ে যাওয়া হবে, নতুন বিনিয়োগ টানতে ভারত সরকারের দৃষ্টিভঙ্গিও তুলে ধরা হয় এই ভার্চুয়াল গোল টেবল বৈঠকে৷ ভারতে আন্তর্জাতিক বিনিয়োগের গতি বাড়াতে কী করণীয়, তা নিয়ে আলোচনার জন্য দেশীয় এবং আন্তর্জাতিক শিল্প ব্যক্তিত্ব ও নীতি নির্ধারকদের আলোচনার সুযোগ করে দিতেই এই সম্মেলনের আয়োজন করা হয়েছিল৷ চলতি অর্থবর্ষে প্রথম পাঁচ মাসে ভারতে নাকি সর্বাধিক বিদেশি বিনিয়োগ এসেছে বলেই দাবি কেন্দ্রের ৷ যে বিনিয়োগকারীরা ভারতে তাদের বিনিয়োগ আরও বাড়াতে চাইছেন, তাঁদের সামনে নতুন সুযোগ এনে দেবে এই শীর্ষ সম্মেলেন৷ এমনটাই মনে করা হচ্ছে ৷