#নয়াদিল্লি: আরও একবার দিল্লিবাসীর জন্য আনন্দসংবাদ দিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)৷ মঙ্গলবার কেজরিওয়াল (Arvind Kejriwal) জানিয়েছেন, রাজধানীতে( Capital Of India) কোভিডবিধি শীঘ্রই তুলে নেওয়া হবে৷ আবারও স্বাভাবিক ছন্দে ফিরবে দিল্লি (Delhi)৷
বারবারই দিল্লি এবং সেখানকার জনগণের কথা শুনে এসেছেন কেজরিওয়াল (Arvind Kejriwal)৷ সম্প্রতি ব্যবসায়ীরা তাঁর সঙ্গে দেখা করেন এবং সপ্তাহান্তে কারফিউ তুলে নেওয়ার অনুরোধ করেন৷ যদি জোড়-বিজোড় পদ্ধতিতে দোকান খোলা যায় সেদিকটিও দেখতে বলেছিলেন তাঁরা৷
আরও পড়ুন: দশকের শীতলতম জানুয়ারি, কাঁপছে মুম্বই, শৈত্যপ্রবাহের সতর্কতা গুজরাতেও
একটি সাংবাদিক সম্মেলনে কেজরিওয়াল জানান যে, দিল্লিতে এই মুহূর্তে সংক্রমণের হার ১০ শতাংশ৷ ১৫ জানুয়ারিতে যা ছিল ৩০ শতাংশ। তিনি এও বলেন, আক্রান্ত বেড়ে গেলে সরকার বিধিনিষেধ আরোপ করতে বাধ্য থাকে৷ মুখ্যমন্ত্রী (CM) লেফটেন্যান্ট গভর্নরের কাছে বিধিনিষেধ তুলে নেওয়ার প্রস্তাব পাঠিয়েছিলেন কিন্তু তিনি তা গ্রহণ করেননি। তবে শীঘ্রই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে৷ দিল্লিতে আক্রান্ত ও মৃত্যু কমেছে৷ বেড়েছে সুস্থতার হার৷ আশার আলো সবক্ষেত্রেই৷
সক্রিয় আক্রান্ত এবং পজিটিভিটি রেটের (Positivity rate) ক্ষেত্রেও দিল্লির রিপোর্ট ইতিবাচক৷ আগামী কয়েকদিন পর্যবেক্ষণ করে বিধিনিষেধ শিথিল করার বিষয়ে সিদ্ধান্ত নেবে কেজরিওয়াল সরকার।
আরও পড়ুন: ২০০ বছরেরও প্রাচীন ৬৮০ টাকা কেজি মালাই পান খেতে যেতে হবে লখনউয়ে, দেখুন তৈরির লোভনীয় পদ্ধতি
শুধু দিল্লি নয়৷ দেশেও করোনা আক্রান্তের সংখ্যা এক ধাক্কায় অনেকটা কমল। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ২ লক্ষ ৫৫ হাজার ৮৭৪। সোমবারের তুলনায় সংখ্যাটা ১৫.৫২ শতাংশ কম। সোমবার সংক্রমিত হয়েছিলেন ৩ লক্ষ ৬ হাজার ৬৪ জোন। অর্থাৎ, ৫১ হাজার কম সংক্রামিতের সংখ্যা। গতকাল যেখানে দৈনিক পজিটিভিটি রেট ছিল ২০.৭৫ শতাংশ। সেখানে আজ তা কমে দাঁড়িয়েছে ১৫.৫২ শতাংশ। গত ২৪ ঘণ্টায়দেশে করোনামুক্ত হয়েছেন ২,৬৭,৭৫৩ জন। শতাংশের হিসেবে ৯৩.১৫ শতাংশ। সব মিলিয়ে ২৫ জানুয়ারি পর্যন্ত দেশে করোনামুক্ত হয়েছেন ৩,৭০,৭১,৮৯৮ জন৷
পাঁচ রাজ্যে ভোটের মুখে আম আদমি পার্টির (AAP) সুপ্রিমো এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল মাটি কামড়ে পড়ে রয়েছেন৷ জনগণকে কোনওভাবেই অসন্তোষে রাখতে চাননি তিনি৷ উন্নয়নমূলক ভিডিয়ো শেযার করলে নৈশভোজের সুযোগও দিয়েছেন৷ বিনামূল্যে বিদ্যুৎ, জল সরবরাহ, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক প্রকল্পের মতো একাধিক কাজ করেছেন কেজরিওয়াল৷ দিল্লির মানুষ তা অস্বীকার করেনি কখনওই৷ কোভিড পরিস্থিতিও সামলেছেন একইভাবে৷ আবারও তাঁর হাত ধরেই নতুন ভোরের স্বপ্ন দেখছে দিল্লি৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Arvind Kejriwal, Coronavirus, Delhi