হোম /খবর /দেশ /
ব্যাঙ্ক থেকে হোটেল-রেস্তোরাঁ, দেখে নিন আজ কী কী খোলা থাকবে না ....

Bharat Bandh: ব্যাঙ্ক থেকে হোটেল-রেস্তোরাঁ, দেখে নিন আজ কী কী খোলা থাকবে না ....

দিল্লি-এনসিআর ও হরিয়ানায় বনধের সবচেয়ে বেশি প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে ৷

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: কৃষক আন্দোলন নিয়ে সরগরম দেশের রাজনীতি ৷ কৃষক ও কেন্দ্র সরকারের পঞ্চম বৈঠকের পরও কোনও সিদ্ধান্তে পৌঁছনো যায়নি ৷ ৯ ডিসেম্বর ফের একবার বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ তবে তার আগে ৮ ডিসেম্বর ভারত বনধের ডাক দিয়েছে কৃষক সংগঠনগুলি ৷ ৮ ডিসেম্বর ভারত বনধে শক্তিপ্রদর্শন করতে চাইছেন কৃষকনেতারা। তবে সাধারণের কথা মাথায় রেখে সকাল ১১টা থেকে দুপুর ৩টে পর্যন্ত এই হরতাল চলবে। এই আন্দোলনে বিরোধী দলগুলির পাশাপাশি ট্রেড ইউনিয়ন, অটো ও ট্যাক্সি ইউনিয়নের সমর্থন পেয়েছেন কৃষকরা ৷ দিল্লি-এনসিআর ও হরিয়ানায় বনধের সবচেয়ে বেশি প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে ৷

কৃষকদের নেতা বলদেব সিংহ যাদব জানিয়েছেন, ‘আমরা ৮ ডিসেম্বর ভারত বনধের ডাক দিয়েছি যা সকাল থেকে বিকেল পর্যন্ত চলবে ৷ হরতালের সময় দোকান ও ব্যবসা বন্ধ থাকবে ৷ বন্ধের সময় অ্যাম্বুল্যান্স-সহ অন্যান্য এমারজেন্সি পরিষেবা চালু থাকবে ৷ অল দিল্লি অটো-ট্যাক্সি ট্রান্সপোর্ট (Auto-Taxi Transport) কংগ্রেস ইউনিয়ন পরিষেবা বন্ধ রাখার ঘোষণা করেছে ৷ এছাড়া ওলা ও উবেরের ড্রাইভার অ্যাসোসিয়েশন এই বনধকে সমর্থন জানিয়েছে ৷ দিল্লিতে এদিন চলবে না ওলা বা উবের ৷

বেশ কিছু ব্যাঙ্ক ইউনিয়ন এই বনধকে সমর্থন জানিয়েছে ৷ ফলে ব্যাঙ্কিং পরিষেবাও ব্যাহত হতে পারে ৷ এই ইউনিয়নের তরফে কেন্দ্র সরকারের কাছে আবেদন করা হয়েছে যাতে এই সমস্যা শীঘ্রই মিটিয়ে ফেলা হয় ৷ AIBEA বিবৃতিতে জানিয়েছে, কেন্দ্র সরকারের কৃষকদের দাবি মেনে নেওয়া উচিৎ ৷ AIBOC, AIBOA এবং INBOC কৃষকদের সমস্যা দূর করার আবেদন জানিয়েছে সরকারের কাছে ৷

ইন্ডিয়ান ন্যাশনাল ট্রেড ইউনিয়ন কংগ্রেস (INTUC), অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস (AITUC), হিন্দ মজদুর সভা (HMS), সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন (CITU), অল ইন্ডিয়া ইউনাইটেড ট্রেড ইউনিয়ন সেন্টার (AIUTUC) এবং ট্রেড ইউনিয়ন কো-অর্ডিনেশান সেন্টার (TUCC) সমর্থন জানিয়েছে এই বনধকে ৷

পঞ্জাবে হোটেল ও রেস্তোরাঁ অ্যাসোসিয়েশন জানিয়েছে, আগে থেকে বুকিং করা বিয়ে ও Banquet ছাড়া হোটেল, রিসোর্ট ও বার সমস্ত কিছু ৮ ডিসেম্বর বন্ধ থাকবে ৷

Published by:Dolon Chattopadhyay
First published:

Tags: Bharat Bandh