corona virus btn
corona virus btn
Loading

জলখাবার সারতে হঠাৎই সেনা ক্যান্টিনে ঢুকে পড়ল বিশালাকার হাতি, দেখুন সেই ভিডিও

জলখাবার সারতে হঠাৎই সেনা ক্যান্টিনে ঢুকে পড়ল বিশালাকার হাতি, দেখুন সেই ভিডিও
  • Share this:

#গুয়াহাটি: হাতি বলে কী তার খিদে পেতে নেই ? জলখাবার খাওয়ার ইচ্ছা তো হতেই পারে তার ৷ কিন্তু তা বলে একেবারে গটগট করে সেনা ক্যান্টিনে যদি স্বয়ং গজানন ঢুকে পড়েন তাহলে ভয় তো লাগবেই ৷ গুয়াহাটির নারেঙ্গি এলাকার একটি সেনা ক্যান্টনমেন্টে সাত সকালে এমন এক হাতির আগমনে হৈচৈ পড়ে যায় ৷ সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে সেই ভিডিও। ভিডিওতে দেখা যাচ্ছে, দুলকি চালে হেলতে দুলতে সাত সকালে সেনা ক্যান্টিনের মধ্যে ঢুকে পড়েছে একটি হাতি ৷ ঢুকেই সামনে রাখা চেয়ার টেবল ভাঙচুর শুরু করে হাতিটি ৷ জঙ্গল থেকে সম্ভবত খাবার খোঁজেই এই সেনা ছাউনিতে এসেছিল এটি ৷ বহু কষ্টে আগুন দেখিয়ে তাকে রেজিমেন্টের বাইরে পাঠাতে সক্ষম হন সেনারা ৷

First published: December 2, 2019, 5:26 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर