corona virus btn
corona virus btn
Loading

রাফাল ইস্যুতে কেন সরব নন? প্রদেশ কংগ্রেসকে ধমক রাহুলের

রাফাল ইস্যুতে কেন সরব নন? প্রদেশ কংগ্রেসকে ধমক রাহুলের
রাহুল গান্ধি ও সোমেন মিত্র (ছবি সৌজন্য -- সোমেন মিত্রের টুইটার হ্যান্ডেল)

সংসদে ও সংসদের বাইরে রাফাল ইস্যুতে মোদি সরকারকে বিঁধছেন কংগ্রেস সভাপতি৷ সোশ্যাল মিডিয়াতেও রাফাল নিয়ে প্রায় প্রতিদিনই সরব রাহুল৷ এ হেন অবস্থায় বাংলায় প্রদেশ কংগ্রেস কেন রাফাল নিয়ে সরব নয়, তা নিয়ে তীব্র ভর্ত্‍‌সনা করলেন রাহুল গান্ধি৷

  • Share this:

#নয়াদিল্লি: রাফাল ইস্যুতে চুপ থাকার জন্য পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে রীতিমতো ধমক দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি৷ একই সঙ্গে দিল্লিতে বৈঠক শেষে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র জানালেন, বাম-কংগ্রেস জোটের রাস্তা খোলা থাকছে৷ মর্যাদা বজায় রেখে জোট হতে পারে৷

সংসদে ও সংসদের বাইরে রাফাল ইস্যুতে মোদি সরকারকে বিঁধছেন কংগ্রেস সভাপতি৷ সোশ্যাল মিডিয়াতেও রাফাল নিয়ে প্রায় প্রতিদিনই সরব রাহুল৷ এ হেন অবস্থায় বাংলায় প্রদেশ কংগ্রেস কেন রাফাল নিয়ে সরব নয়, তা নিয়ে তীব্র ভর্ত্‍‌সনা করলেন রাহুল গান্ধি৷

দিল্লিতে শনিবার প্রদেশ কংগ্রেস নেতৃত্বের সঙ্গে বৈঠকে রাহুল বলেন, 'মোদি সরকারের দুর্নীতির বিরুদ্ধে চুপ কেন প্রদেশ কংগ্রেস নেতারা৷ রাফাল নিয়ে কেন সরব নন প্রদেশ নেতৃত্ব?' এরপরই প্রদেশ কংগ্রেস নেতৃত্বে রাহুল নির্দেশ দেন, রাফাল নিয়ে পশ্চিমবঙ্গেও আগ্রাসী ভূমিকা নিতে হবে প্রদেশ কংগ্রেসকে৷

First published: February 9, 2019, 4:59 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर