#মুম্বই: আকন্ঠ মদ্যপান করার কারণেই মৃত্যু হয়েছে অভিনেত্রী শ্রীদেবীর ৷ তা হলে তাঁর মরদেহ জাতীয় পতাকা দিয়ে মোড়া হল কেন? এই ঘটনা জাতীয় পতাকাকে অপমান করা ছাড়া আর কিছুই নয় ৷ সম্প্রতি শ্রীদেবী সম্পর্কে এমনই মন্তব্য করলেন শিবসেনা প্রধান রাজ ঠাকরে ৷
রাজের বক্তব্য, শ্রীদেবী নিসন্দেহে ভাল অভিনেত্রী ছিলেন ৷ কিন্তু দেশের জন্য তিনি কী করেছেন? তাঁর অভিযোগ, নীরব মোদী সম্পর্কে দেশের মানুষের নজর ঘোরাতেই শ্রীদেবী নিয়ে মাতামাতি করেছে সরকার ৷ নীরবকাণ্ড থেকে সংবাদমাধ্যমের দৃষ্টি ঘোরানোর জন্যই এ কাজ করা হয়েছে ৷
শুধু শ্রীদেবীই নন, তাঁর আক্রমণ থেকে বাদ পড়েননি অক্ষয়-টুইঙ্কলও ৷ ‘টয়লেট এক প্রমকথা’ আর ‘প্যাডম্যান’কে সরকারী কর্মসূচীর প্রচার বলেও মন্তব্য করেন রাজ ৷ তিনি বলেন, ‘অক্ষয় কুমার এখন মনোজ কুমারকে অনুসরণ করার চেষ্টা করছেন ৷ যিনি এক সময় ‘ভারত কুমার’ বলে পরিচিত ছিলেন ৷ কিন্তু অক্ষয় তো ভারতের নাগরিকই নন ৷ ওঁনার কানাডিয়ান পাসপোর্ট রয়েছে ৷’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Mumbai, Raj Thackeray, Sridevi, Tricolour