#নয়াদিল্লি: মানসিক অবসাদে আত্মহত্যার ঘটনা বাড়ছে৷ মনের অসুখে নিজেকে শেষ করে দিচ্ছে শয়ে শয়ে তাজা প্রাণ৷ মনের অসুখও মহামারির আকার নিতে পারে৷ সম্প্রতি বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, মন ভালো না থাকার পরিনাম৷ এ বার মানসিক স্বাস্থ্যের চিকিত্সা ব্যবস্থা নিয়ে কেন্দ্রকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট৷ শীর্ষ আদালতের নোটিসে কেন্দ্রের কাছে জানতে চাওয়া হয়েছে, কেন মানসিক স্বাস্থ্যে স্বাস্থ্যবিমা নেই? বিমা নিয়ন্ত্রক সংস্থা IRDAI-কেও নোটিস পাঠিয়ে জানতে চেয়েছে দেশের শীর্ষ আদালত৷
মনের অসুখ যে ভয়াবহ আকার নিতে পারে, তা স্বীকার করে সুপ্রিম কোর্টের কেন্দ্র ও IRDAI-র কাছে জানতে চেয়েছে, কোনও ব্যক্তি মানসিক ভাবে অসুস্থ হলে বা মনের অসুখ হলে বিমার কভারেজ কেন বাড়ানো উচিত, তা বিস্তারিত জানান আদালতকে৷ এই মামলার পরবর্তী শুনানি হবে দু সপ্তাহ পরে৷
মানসিক অবসাদে বহু মানুষই আত্মহত্যা করছেন৷ শুধু তা-ই নয়, মানসিক অবসাদে শরীরে বাসা বাঁধছে নানা মারণ রোগও৷ করোনা ভাইরাস অতিমারির জেরে তৈরি হওয়া আর্থিক সঙ্কটে গোটা পৃথিবীতেই বাড়ছে অবসাদ, দুঃশ্চিন্তা৷ এ হেন পরিস্থিতি মানসিক অসুখকে রীতিমতো গুরুত্ব দিয়ে দেখার সময় এসে গিয়েছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা৷ তাঁদের বক্তব্য, আসলে এই অসুখ দেখা যায় না৷ তাই অনেকেই এই নিয়ে ওতো চিন্তা করেন না৷ কিন্তু দিনের শেষে ওই অত্যধিক চিন্তাই জীবনে সঙ্কট ডেকে আনে৷
২০১৮ সালে IRDAI দেশের সব বিমা সংস্থাগুলিকে নির্দেশ দেয়, স্বাস্থ্য বিমার পলিসিতে মানসিক অবসাদের চিকিত্সার কভারেজের প্রভিশন রাখার জন্য৷
মানসিক স্বাস্থ্য পরিষেবা আইন ২০১৭-তে বলা রয়েছে, শারীরিক অসুস্থ ব্যক্তির মতোই মানসিক অসুস্থ ব্যক্তিকে গণ্য করতে হবে৷ যে ভাবে শারীরিক ভাবে অসুস্থ ব্যক্তি বিমা সহ সব রকমের সুবিধা পান, তেমনই মানসিক ভাবে অসুস্থ ব্যক্তিও সেই সব সুবিধা পাবেন৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Mental Health, Supreme Court