#নয়া দিল্লি: হিংসামূলক বার্তার ছড়ানোয় কোনও বিজেপি নেতার বিরুদ্ধে এখনও পর্যন্ত কেন FIR দায়ের করেনি দিল্লি পুলিশ ? প্রশ্ন তুলল AAP। এদিন শনিবার, AAP নেতা সঞ্জয় সিং দিল্লি পুলিশের কাছে জানতে চান, তাদর দায়ের করা FIR-এ সেইসমস্ত বিজেপি নেতাদের নাম রয়েছে কী না, যাঁদের হিংসামূলক বার্তা রাজধানীতে হিংসা ছড়ানোয় ইন্ধন যোগাচ্ছে। তাঁর আক্রমণ, পুলিশ 'চাপ'-এ রয়েছে, বিজেপি নেতা যাঁরা হিংসা ছড়াচ্ছেন তাঁদের বিরুদ্ধে FIR দায়ের না করার জন্য।অভিযোগ, কপিল মিশ্র, অনুরাগ ঠাকুর ও পর্বেশ ভর্মার মত বিজেপি নেতার বার্তায় দিল্লির হিংসা পরিস্থিতিতে ইন্ধন যুগিয়েছে । দিল্লি হিংসা কান্ডে এখনও পর্যন্ত ৬০০ জনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ।
দিল্লির হিংসায় মৃতের সংখ্যা বেড়ে ৪২৷ শুক্রবার সকাল থেকে কোনও কোনও এলাকায় ১৪৪ ধারা তুলে নেওয়া হয়৷ স্বাভাবিক হওয়ার পথে একটু একটু করে এগচ্ছে রাজধানী ৷ এদিকে দায়িত্ব নেওয়ার পর দিল্লির নতুন পুলিশ কমিশনার জানিয়েছেন, অভিযুক্তদের দ্রুত চিহ্নিত করা হবে৷ তাঁদের শাস্তি দেওয়ারও ব্যবস্থা করা হবে৷
দিল্লির যুগ্ম পুলিশ কমিশনার ওপি মিশ্র চাঁদবাগ এলাকা ঘুরে দেখেন৷ সেখানে শান্তি ফেরাতে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি৷ পুলিশের উচ্চ আধিকারির, আইপিএস অফিসার এসএন শ্রীবাস্তব সীলমপুরে উপস্থিত হন ৷ রবিবার সেখানেই হিংসা তীব্র আকার ধারণ করেছিল ৷ সেখানে এখন পরিস্থিতি স্বাভাবিক৷ অন্যদিকে, জাফরাবাদে উপস্থিত হন দিল্লি মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা৷ তিনি জাফররাবাদের আক্রান্ত মহিলাদের সঙ্গে কথা বলেন৷ পরে সাংবাদিকদের জানান, এই এলাকায় এখনও চাপা উত্তেজনা রয়েছে৷ কিন্তু মোটের ওপর পরিস্থিতি শান্ত৷
এদিকে শুক্রবার বহিস্কৃত আপ নেতা তাহির হুসেনের বাড়িতে উপস্থিত হন ফরেন্সিক বিশেষজ্ঞ দলের সদস্যরা৷ চাঁদবাগে তার বাড়িতে বেশ কিছুক্ষণ ছিলেন তাঁরা৷ গোয়েন্দা অফিসার অঙ্কিত শর্মার মৃত্যুর জন্য এই তাহির হুসেনকেই দায়ী করেছেন স্থানীয় মানুষেরা৷ অভিযোগ, তাহিরের বাড়ি থেকে পেট্রল বোমা, পাথর ও অ্যাসিডের প্যাকেটও ওই বাড়িতে ছিল৷ এদিকে জানা গিয়েছে, খেজুরি খাসে এক বিএসএফ জওয়ানের বাড়িতে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে৷নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Delhi Violence