Home /News /national /
Amphan Cyclone| আমফান কেন এত বিপজ্জনক? একটি সাইক্লোনের জীবন

Amphan Cyclone| আমফান কেন এত বিপজ্জনক? একটি সাইক্লোনের জীবন

আসছে আমফান, ফুসছে গঙ্গা

আসছে আমফান, ফুসছে গঙ্গা

শক্তি ক্ষয় হলেও আমফান সাইক্লোনের গতি ১৭৫ থেকে ১৮৫ কিমি প্রতি ঘণ্টায় সর্বোচ্চ৷ গাছ উপড়ে দিতে, টেলিফোন লাইন, বিদ্যুত্‍ সংযোগ বিপর্যস্ত করতে যা যথেষ্ট৷

 • Share this:

  #পুরী: থাইল্যান্ডে আমফানের অর্থ আকাশ৷ বঙ্গোপসাগরের উত্তর উপকূলে যে সাইক্লোনটি আছড়ে পড়বে৷ ভালো খবর হল, মঙ্গলবার বিকেলের দিকে আমফানের শক্তি খানিকটা ক্ষয় হয়েছে৷ খারাপ খবরটি হল, শক্তি ক্ষয় হলেও আমফান সাইক্লোনের গতি ১৭৫ থেকে ১৮৫ কিমি প্রতি ঘণ্টায় সর্বোচ্চ৷ গাছ উপড়ে দিতে, টেলিফোন লাইন, বিদ্যুত্‍ সংযোগ বিপর্যস্ত করতে যা যথেষ্ট৷

  ১৯৯৯ সালে সুপার সাইক্লোন হয়েছিল৷ ২১ বছর আগে৷ ওড়িশায় সে বার ১০ হাজার মানুষের মৃত্যু হয়েছিল৷ ২০০৮ সালে মায়ানমারের ইরাওয়াড়ি উপকূলে আছড়ে পড়েছিল নার্গিস নামে একটি সাইক্লোন৷ তাতে মৃত্যু হয়েছিল দেড় লক্ষ মানুষের৷ তবে বঙ্গোপসাগরে এখনও পর্যন্ত সবচেয়ে শক্তিশালী সাইক্লোন হল ভোলা৷ ১৯৭০ সালে এই ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ায় মৃত্যু হয়েছিল ৫ লক্ষ মানুষের৷ সমুদ্রের জলস্তর ১০ মিটার পর্যন্ত উঠেছিল৷

  বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড়গুলি তৈরি হয়, সেগুলি ট্রপিক্যাল সাইক্লোন৷ ঘূর্ণিঝড়েরও একটি জীবনশৈলী থাকে৷ গড়ে একটি সাইক্লোন সক্রিয় থাকে ৯ থেকে ১০ দিন৷ তিনটি স্টেজ থাকে, ফর্ম্যাটিভ বা ইমম্যাচিওর, ম্যাচিওর ও ডিকে৷ ঘূর্ণিঝড়ের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হল তাপ৷ সমুদ্র স্তরের একটা বড় অংশে তাপের সঞ্চার হলে বা গরম হয়ে গেলে ঘূর্ণিঝড় তৈরি হয়৷

  দ্বিতীয় পর্যায়ে তৈরি হয় শক্তিশালী হাওয়া৷ ওই হাওয়া সমুদ্রের তেতে যাওয়া অংশটি পূরণ করতে ছোটে৷ ওই অংশটিকে বলা হয় চোখ৷ এই সময়েই ঝড়টি সাইক্লোন বা ঘূর্ণিঝড়ে পরিণত হয়৷

  তৃতীয় পর্যায়টি হল প্রাপ্তবয়স্ক বা ম্যাচিওর৷ এই স্টেজেও সাইক্লোনটি সাগরের মধ্যেই ঘোরাফেরা করে৷ এরপরের স্টেজ হল ডিকে৷ এবার সাইক্লোনটি স্থলভাগের দিকে যাত্রা শুরু করে৷ কিংবা সাগরের ঠান্ডা জলের অংশের দিকে দৌড়তে শুরু করে৷ যদি আমফানের মতো স্থালভাগের দিকে দৌড়য়, তা হলে তুমুল ধ্বংসলীলা চালাবেই৷ এবং ২৪ ঘণ্টারও বেশি সময় প্রবল বৃষ্টি৷

  সমস্যা হল, একটি সাইক্লোন তৈরি হওয়ার পরে তার গতিপথ ও গতিবেগ আনপ্রেডিক্টেবল৷ উন্নত প্রযুক্তির মাধ্যমে গতিবিধি খানিকটা বোঝা গেলেও, সাইক্লোনের মুড বোঝা মুশকিল৷

  Published by:Arindam Gupta
  First published:

  Tags: Amphan Cyclone, Super Cyclone

  পরবর্তী খবর